নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
হাতির হানায় ক্ষতিগ্রস্ত বাগানের অফিস সহ রেশন গুদাম। ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি ব্লকের অন্তর্গত কিরণচন্দ্র চা বাগানে। বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা যায় এদিন দলছুট তিনটি হাতি বাগানে হানা দেয়। এর মধ্যে একটি দাঁতাল হাতি বাগানের অফিসের গেট ভেঙ্গে রেশন গুদামে ঢুকে পড়ে।
চা বাগানের ম্যানেজার প্রত্যুষ গাঙ্গুলী বলেন রেশন গুদামের একাংশের প্রাচীর ভেঙ্গে ৩ বস্তা চাল ১ বস্তা আটা খেয়ে আরো ১ বস্তা চাল নষ্ট করে হাতিটি। পাশাপাশি অফিসের দুটি গিরিলের গেট ভেঙ্গে দেয়। এমনকি আমার অফিসের প্রবেশ প্রাচীরে ধাক্কা মারায় প্রাচীরে ফাটাল ধরেছে। ফ্লোরও ভেঙ্গে গেছে। প্রায় ৫ লক্ষ্য টাকার ক্ষতিপূরণ হয়েছে।
আরও পড়ুনঃহুইপ না মেনে বাম-বিজেপি জোটে শোরগোল রাজনৈতিক মহলে
এই ঘটনার ফলে আতঙ্কে রয়েছে চা বাগানের শ্রমিকরা। এদিন বাগানের গার্ড সেখানে মোতায়েন ছিল। অল্পের জন্য তার প্রাণে রক্ষা পায়। পাশাপাশি ম্যানেজারের বাংলোর গেট সহ বাউন্ডারি প্রাচীর গুড়িয়ে দেয় হাতিগুলি। বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সমীরণ রাজ বলেন ওই এলাকায় টহলদারি বাড়িয়ে দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584