হাতির হানায় একাদশ শ্রেণীর পড়ুয়ার মৃত্যু শালবনিতে

0
41

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

 

হাতির হানায় মৃত্যু হল একাদশ শ্রেনীর পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে শালবনি ব্লকের ভীমপুর অঞ্চলে আঁধারমারা গ্রামে, বুধবার সকালে। মৃত পড়ুয়ার নাম বিজয় মাহাত (১৭)। সে আঁধারমারা গ্রামের বাসিন্দা, স্থানীয় ভীমপুর স্কুলে একাদশ শ্রেণীতে পাঠরত ছিল।

elephant| newsfront.co
ছবিঃ প্রতীকী

জানা যায়, বুধবার সকালে বিজয় তার বন্ধুদের নিয়ে বাড়ির সামনে পিকনিক করার সিদ্ধান্ত নিয়েছিল।পিকনিকের আয়োজন প্রায় সম্পূর্ন।  পিকনিক করতে যাওয়ার আগে সে তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। সেইসময় আঁধারমারা জঙ্গলে থাকা ১৩টি দাঁতাল হাতি তার বাড়ির সামনে চলে আসে। হাতি গুলিকে দেখে সে বাড়ির ভিতরে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু তার আগে ৪টি দাঁতাল হাতি তাকে শুঁড় দিয়ে আছাড় মারে। বিষয়টি মুহূর্তের মধ্যে গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা ফটকা ফাটিয়ে হাতিগুলিকে স্থানীয় জঙ্গলের দিকে তাড়ায়। হাতিগুলি জঙ্গলের দিকে চলে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা বিজয় মাহাতকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

 

ছেলের আকস্মিক মৃত্যু সংবাদে হাসপাতালেই জ্ঞান হারান বিজয়ের পিতা হরমোহন মাহাত। মৃত বিজয়রা দুই ভাই। সেই ছিল পরিবারের বড় সন্তান।

 

হাতির হামলার খবর পেয়ে বিজয়ের বাড়িতে ও হাসপাতালে যায় শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাত।তিনি বিজয়ের পরিবারবর্গকে সমবেদনা জানান।

আরও পড়ুনঃপ্রতিষ্ঠা দিবসে আলিপুরদুয়ারের সংগঠনের নতুন পর্যবেক্ষক শ্রমমন্ত্রী

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বন্ধ হয়ে যায় বর্ষবরণের সমস্ত আনন্দ অনুষ্ঠান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here