নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
মানুষ মেরে দিব্যি ঘুরে বেড়াল একটি বুনো হাতি। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের উত্তর ছেকামারি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যাক্তির নাম রাতু উরাও (৫৫)। সে উত্তর ছেকামারির বাসিন্দা। ভোর ৫ টা নাগাদ বাড়ি থেকে বের হয়ে জমিতে যাবার পথে হঠাৎ একটি হাতি তাকে আক্রমণ করে। ঘটনা স্থলেই মৃত্যু হয় তার। কিন্তু মানুষ মেরেও হাতিটি ক্ষান্ত হয়নি।
আরও পড়ুনঃ মানসিক ভারসাম্যহীন যুবককে নিয়ে হইচই
হাতিটি কয়েক ঘন্টা দিব্যি এলাকার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়িয়েছে বলে জানা যায়। পরে অবশ্য মাদারিহাট থানার পুলিশ এবং জলদাপাড়া বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌছে মৃত দেহটিকে উদ্ধার করে হাতিটিকে তাড়িয়ে জঙ্গলে পাঠাতে সমর্থ হয়।
এই বিষয়ে মাদারিহাটের রেঞ্জার রামিজ রোজার বলেন, ‘মৃত ব্যাক্তির পরিবার মোট চার লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। সরকারি নিয়মে প্রথমে দুই লক্ষ টাকা দেওয়া হবে এবং ময়না তদন্তের রিপোর্ট ও ডেথ সার্টিফিকেট দেওয়ার পর বাকি দুই লক্ষ টাকা দেওয়া হবে।” অপর দিকে হাতির তান্ডব বেড়ে যাওয়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584