হাতির তান্ডবে লণ্ডভণ্ড দেখা নাই বনকর্মীদেরও

0
73

নিজস্ব সংবাদদাতা,কালচিনি:হাতি হানা দিয়ে ক্ষতি করলো ফসল ভেঙ্গে দিল বসত বাড়ি এলাকার বাসিন্দারা বনদপ্তরে বারংবার ফোন করার পর ও হাতি তাড়াতে আসলো না বনকর্মীরা ।

ভয়ে আতঙ্কে ঘড় বাড়ি ছেড়ে পালালো বাসিন্দারা ঘটনাটি কালচিনি ব্লকের মন্থরাম বীটের অন্তগত দক্ষিণ সাঁতালি গ্ৰামে গতকাল রাত এগারোটা নাগাদ চারটি হাতির দল গ্ৰামে ঢুকে পড়ে চিলাপাতা জঙ্গল থেকে ঢুকে গ্ৰামবাসী দের জমির ফসল নষ্ট করতে থাকে অথবা কারো বাড়িতে হামলা করতে থাকে সবচেয়ে বেশি ক্ষতি করে এলাকার বাসিন্দা কিশোর সিং ছেত্রির তার পাকা বাড়ি প্রায় ভেঙ্গে দিয়েছে এবং ঘরে রাখা চাল খেতে থাকে আতঙ্কে বাড়ির লোকরা ঘর ছেড়ে পালাতে শুরু করে বাসিন্দা দের অভিযোগ ঘটনা ঘটার পর বারংবার বনদপ্তরে মন্থরাম বীটকে ফোন করলে ও কেউ আসেনি হাতি তাড়াতে প্রায় চার ঘণ্টা তাণ্ডব চলানোর পর রাত দুটো নাগাদ হাতির দল গ্ৰাম ছেড়ে চলে যায় জঙ্গলের দিকে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here