নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বৃহস্পতিবার ভোররাতে হাতির হামলায় ক্ষতিগ্রস্ত আলুর ক্ষেত এবং বাড়ি। ভেঙে ফেলা হয়েছে মাটির ও পাকা বাড়ি। গ্রামে তৈরি হয়েছে আতঙ্ক। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত শির্ষী এলাকায়।
আরও পড়ুনঃ হিমঘরে তোলার আগেই আলুর পরিচর্যার নিদান
গ্রামবাসীরা জানান, ভোর রাতে প্রায় ১৫টি হাতির একটি দল গ্রামে ঢুকে পড়ে। গ্রামে হাতির দাপাদাপি জানতে পেরে গ্রামবাসীরা আতঙ্কে ঘরের মধ্যে সিঁটিয়ে যান।
হাতি গুলি কয়েকটি পাকা বাড়ি ও মাটির বাড়ি ভাঙচুর করার পর গ্রামের পাশে থাকা আলুর জমির ব্যাপক ক্ষয়ক্ষতি করে। খেয়ে নিয়েছে বহু আলুর গাছ। খাবারের খোঁজে গ্রামে হাতির হানায় গ্রামে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584