নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
ধারাবাহিক হাতির আক্রমণে অতিষ্ট বাঁকুড়া-২ ব্লকের একাংশের চাষীরা।এবছর এক দিকে অনাবৃষ্টি অন্য দিকে সেচের জলের অপ্রতুলতা। সব কিছু সামাল দিয়েও বাঁকুড়া-২ ব্লকের তালাজুড়ি গ্রামের চাষিরা সামান্য কিছু অংশের জমির ধান বাঁচাতে পেরেছিলেন।
সেই জমিতেও বার বার হাতি আক্রমণ করছে বলে অভিযোগ। স্থানীয়রা জানিয়েছেন, বেলিয়াতোড় রেঞ্জ এলাকায় থাকা একটি ‘আবাসিক’ হাতি গ্রামের মাঠের ধান জমিতে হানা দিচ্ছে।ধান খাওয়ার পাশাপাশি পা আর শুঁড় দিয়ে নষ্ট করে ফেলছে বিঘার পর বিঘা ধানের জমি।
এই অবস্থায় চরম দুশ্চিন্তায় দিন কাটছে চাষীদের।বিষয়টি বার বার বনদপ্তরে জানালেও কোন কাজ হয়নি বলে অভিযোগ।অনেক সময় বনদপ্তর থেকে ক্ষতিপূরণ দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম।এই অবস্থায় ঐ এলাকায় বনদপ্তরের বিরুদ্ধে চাষীদের ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584