গ্যাস সিলিন্ডার লিক, চাঁচলে ভস্মীভূত ১১টি ঘর

0
206

উজির আলী,মালদাঃ

গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে বিপত্তি মালদহে। ভস্মীভূত হয়ে গেল চারটি পরিবারের ১১টি ঘর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ চাঁচল থানার অন্তর্গত অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের দেবীগঞ্জ গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার রাতে হঠাৎ এক স্থানীয়ের বাড়িতে রান্নার গ্যাস থেকে আগুন লেগে যায়। দ্রুত তা ছড়িয়ে পড়ায় আশেপাশের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আরো তিনটে প্রতিবেশীর ‌বাড়িতে আগুন ধরে দাউদাউ করে জ্বলতে থাকে।

Gas leak | newsfront.co
নিজস্ব চিত্র

প্রথমে পাশের পুকুর থেকে পাম্পসেট দিয়ে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করেন বাসিন্দারা। ফোন করা হয় চাঁচল দমকল অফিসে। দ্রুত ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। প্রায় দুই ঘণ্টা ধরে দমকল কর্মীদের অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আসে। সর্বস্ব হারিয়ে চারটি পরিবার এখন গাছতলায় আশ্রয় নিয়েছে।

দমকল সূত্রে জানা যায়,গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন লেগেছে বলে অনুমান। ক্ষতিগ্রস্ত হয়েছে সুকটু দেশি, কমলা দেশি, সুবল দাস ও সকরাতু দাসের পরিবার। মোট চারটি পরিবারের ১১ টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে ১০ লক্ষের বেশি। তবে অগ্নিকান্ডে কেউ হতাহত খবর নেই।

আরও পড়ুনঃ হাতির অত্যাচারে অতিষ্ট মাদারিহাটের বাসিন্দারা

ক্ষতিগ্রস্ত কমলা দেশি জানান, ‘রান্না করার সময় গ্যাস সিলিন্ডার সামলাতে না পেরে পাইপ লিক করে আগুন লেগে যায়। নিজের রান্না ঘর ও বসত বাড়ি সহ প্রতিবেশীর আরো তিনটে পরিবারের মোট ১১ টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বাড়িতে থাকা শস্য,আসবাবপত্র, কাপড়-চোপড়,অলংকার,জমির কাগজপত্র, আধার কার্ড,ভোটার কার্ড এবং ‌তার মেয়ে ও নাতনির বইপত্র ও নগদ পাঁচ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে।’

আরও পড়ুনঃ বড়বাজারে চামড়ার ব্যাগের গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

সকরাতু দাস জানান, ‘লকডাউন চলাকালীন বাসে করে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে এসেছে। কাজ হারিয়ে বাড়িতে বসে রয়েছে। হাতে টাকা-পয়সা কিছুই নেই। তার উপর একমাত্র বসত বাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।কোথায় পাবেন টাকা যে পুনরায় বাড়ি তৈরি করবে। রাত থেকেই ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে পলিথিন টাঙিয়ে গাছ তোলায় আশ্রয় নিয়েছে।’

অলিহন্ডা জিপির প্রধান মানওয়ারা বিবি জানান, ‘গত রাতেই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেতেই ছুটে যান। সরকারি পক্ষ থেকে সবরকমের সহযোগিতা পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।’ বিধ্বংসী অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাঁচল ১ নং ব্লকের বিডিও। চাঁচল-১ নং ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here