নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
শেষ হতে চলেছে ছোটপর্দার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য এলেন শো’। তথ্যটি জানিয়েছেন শোয়ের সঞ্চালিকা তথা রূপকার এলেন ডিজেনেরেস স্বয়ং। অনুষ্ঠানটির শুরু হয় ২০০৩ সালে। ছোটপর্দার প্রথম পাঁচটি সর্বকালের সেরা জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে থেকে এটিও বিবেচিত হয়। নাচ, গান, কমেডিতে ঠাসা এই জমজমাট মার্কিনি অনুষ্ঠানে বিভিন্ন সময়ে এসেছেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা থেকে শুরু করে বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন।
হাজির হয়েছেন প্রথম সারির সব আন্তর্জাতিক তারকারা। এলেনের দুর্দান্ত হাস্যরসে কাবু ছিল দর্শকমহল। টানা এতগুলি বছর জনপ্রিয়তার শিখরে এই শো। এখন প্রশ্ন হল, কেন বন্ধ হতে চলেছে এত ‘সুপারহিট’ শো ? এলেন জানিয়েছেন, টানা ১৮ টি বছর ধরে এক নাগাড়ে অনুষ্ঠানটি সঞ্চালনা করতে করতে তিনি ক্লান্ত। নতুন কিছু দিতে আর সেভাবে সক্ষম এবং আগ্রহী হন তিনি। তাই ২০২২ সালে ‘দ্য এলেন শো’ এর উনিশতম সিজন-এর পরেই শেষ হবে এই শো’এর সম্প্রচার।
আরও পড়ুনঃ “ওঁদের কাছে গান নেই, তাই আমাদের গাওয়া গান গাইছেন”- আশা ভোঁসলে
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে এই শোয়ের একাধিক কর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল হেনস্থা ও চটুল ব্যবহারের। এমনকী কাজের পরিবেশও নাকি আর তেমন সুখকর ছিল না। রীতিমতো ‘টক্সিক’ হিসেবে বর্ণনা করা হয়েছিল। এক সময় কমতে শুরু করে শোয়ের দর্শকসংখ্যা। ফলত, আর নয়। এবার সরে পড়ার পালা। এই শো প্রখ্যাত আমেরিকান কমেডিয়ান এলেন ছাড়া সম্ভব নয়। কারণ তাঁর নামেই শো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584