বায়ু সেনার এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি তৈরি শুরু হল জাতীয় সড়কে

0
87

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বায়ু সেনার প্রয়োজনে পশ্চিম মেদিনীপুরের পোক্তাপোল এলাকায় জাতীয় সড়কের ওপরে এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি তৈরির কাজ শুরু হল৷ গত দুদিন ধরে সেই কাজ শুরু হয়েছে বেলদার বাখরাবাদ এলাকাতে ৷
খড়্গপুরের কলাইকুন্ডা এলাকাতে বায়ুসেনার ঘাঁটি রয়েছে৷

Emergency landing facility | newsfront.co
লাগানো রয়েছে বোর্ড। নিজস্ব চিত্র

সেখান থেকে প্রতিদিনই সেনাবাহিনীর পক্ষ থেকে মহড়া ও প্রয়োজনীয় বিচরণ হয়ে থাকে৷ এবার সেখান থেকে কয়েক কিমি দূরে সেই খড়্গপুর মহকুমার বাখরাবাদ এলাকাতে বায়ু সেনার এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি তৈরির উদ্যোগ নিয়েছে সরকার ৷

Landing facility | newsfront.co
নিজস্ব চিত্র

খড়্গপুর থেকে ওড়িশাগামী ৬০ নম্বর জাতীয় সড়কের ওপরে শ্যামপুরা থেকে পোক্তাপোল এলাকা পর্যন্ত দীর্ঘ ৫ কিমি জাতীয় সড়ককে রানওয়ে হিসেবে তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে৷ সেই কর্মসূচিতে নেমে দুদিন ধরে সার্ভে করা ও জাতীয় সড়কের পাশে থাকা গাছ, দোকান সরানোর কাজ শুরু হয়েছে ৷ জাতীয় সড়কের ওপরে লাগিয়ে দেওয়া হয়েছে এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি মার্কিং বোর্ডও ৷

work in progress | newsfront.co
কাজ চলছে। নিজস্ব চিত্র

কর্মরত আধিকারিকরা জানাচ্ছেন- এই ৫ কিমি জাতীয় সড়কটি ৬০ মিটার চওড়া করা হবে ৷ মাঝে থাকা অংশটুকুও ভরাট করা হবে ৷ সূত্রের খবর- ভারতবর্ষের মোট ১৩ টি স্থানে এই ধরনের এমার্জেন্সি ল্যান্ডিং রানওয়ে তৈরি করা হচ্ছে জাতীয় সড়কের ওপরে৷ পশ্চিমবঙ্গে একটাই হচ্ছে আপাতত, তা বেলদার বাখরাবাদ এলাকায়। এই বেলদা, নারায়নগড় সংলগ্ন এলাকাতে ইতিপূর্বে বেশ কয়েকবার বায়ুসেনার মিগবিমান ভেঙে পড়েছিল ৷

আরও পড়ুনঃ ৭ সেপ্টেম্বর নয়, ২১ সেপ্টেম্বর ট্যাক্সি ধর্মঘট

Working | newsfront.co
নিজস্ব চিত্র

প্রতিবারই সেনারা বিমান থেকে সুরক্ষিত বেরিয়ে পড়লেও বিমানটি এই এলাকাগুলি সংলগ্ন চাষজমিতে ভেঙে পড়েছিল ৷ মহড়া শুরু হলে এই স্থানগুলির ওপর দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে বিমান উড়ে যায়৷ ফলে এমন কারণ ছাড়াও আরও বেশ কিছু অজ্ঞাত কারণে এই রানওয়ে তৈরি শুরু হয়েছে৷ খুব শীঘ্রই তা সম্পন্ন হবে বলে প্রস্তুতকারি সংস্থা দাবি করেছে ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here