টলিদুনিয়ার নতুন প্রযোজক এনা সাহা, চলছে ‘এস ও এস কলকাতা’র শুটিং

0
647

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

celeb | newsfront.co

টলিউডের নতুন প্রযোজক এনা সাহা। সবাই যখন লকডাউনে টিকটকে ব্যস্ত তখন ধীরে ধীরে নিজের স্বপ্নছকের গুটি সাজিয়েছেন অভিনেত্রী এনা সাহা।তাঁর প্রযোজনায় আসছে নতুন বাংলা ছবি ‘এস ও এস কলকাতা’। ছবির পরিচালক অংশুমান প্রত্যুষ।

Anshuman Pratush | newsfront.co
অংশুমান প্রত্যুষ। পরিচালক
Arya Dasgupta | newsfront.co
আর্য দাশগুপ্ত, অভিনেতা

বিভিন্ন চরিত্রে এনা ছাড়াও রয়েছেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান, যশ দাশগুপ্ত, আর্য দাশগুপ্ত, শান্তিলাল মুখার্জি, রূপা ভট্টাচার্য, সব্যসাচী চক্রবর্তী সহ আরও অনেকে।এনার সঙ্গে প্রযোজনার দায়িত্বে রয়েছেন তাঁর মা বনানী সাহা।

Banani saha | newsfront.co
এনার মা বনানী সাহা
Mimi Chakraborty | newsfront.co
মিমি চক্রবর্তী। অভিনেত্রী
Yash Dasgupta | newsfront.co
যশ দাশগুপ্ত। অভিনেতা

সম্প্রতি শহরের এক বিলাসবহুল হোটেলে হয়ে গেল ছবির একাংশের শুটিং। হাজির ছিলেন মিমি, নুসরত, যশ, এনা, পরিচালক অংশুমান প্রত্যুষ সহ অন্যান্যরা। ছবিতে ফাইটিং সিনে দেখা যাবে অভিনেত্রী রূপা ভট্টাচার্যকে।

Rupa Bhattacharya | newsfront.co
রূপা ভট্টাচার্য, অভিনেত্রী

রীতিমতো শাড়ি পরে ফাইট করবেন তিনি। এক অন্য রূপাকে দেখতে চলেছেন দর্শক। গল্প এখনই খোলসা করতে নারাজ টিম ‘এস ও এস কলকাতা’।

আরও পড়ুনঃ অতিমারীতে হাজির- ‘হয়ত তোমারই জন্য’

SOS Kolkata | newsfront.co

Sabyasachi Chakraborty | newsfront.co
সব্যসাচী চক্রবর্তী
Santilal Mukherjee | newsfront.co
শান্তিলাল মুখার্জি, অভিনেতা

ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি সহ আরও অনেকে। ২০২০-র অক্টোবরে মুক্তি পাওয়ার কথা ছিল ছবির। কিন্তু এই করোনা পরিস্থিতিতে কবে তা মুক্তি পাবে এখনই বলা সম্ভব না বলে জানিয়েছেন এনা।

Ena Saha | newsfront.co
এনা সাহা। অভিনেত্রী-প্রযোজক

তবে তিনি ও টি টি প্ল্যাটফর্মে আনতে নারাজ জীবনের প্রথম প্রযোজিত ছবিকে। তাই তিনি অপেক্ষা করবেন সুদিনের জন্য। জীবনের প্রথম প্রযোজিত কাজ নিয়ে স্বভাবতই এক্সাইটেড তিনি।সামাজিক বিধিনিষেধ মেনেই কাজ চলছে বলে জানিয়েছেন এনা।

Nusrat Jahan | newsfront.co
নুসরত জাহান।।অভিনেত্রী

নুসরত জানান, “খুব কম লোকের ইউনিট নিয়ে কাজ করছি। ফেডারেশন থেকে আসা আব নিয়ম মেনে চলা হচ্ছে। আজ দশ-বারো দিন শুটিং হয়ে গেছে, কেউ এখনও করোনা আক্রান্ত হইনি। সুতরাং সাবধানতা ভালই মেনে চলা হচ্ছে তা বলাই বাহুল্য।” নুসরতের কথার রেশ টেনে মিমিও জানালেন ফ্লোরে সাবধানতা মেনে, দূরত্ব রেখে কাজ চলছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here