সুদীপ পাল,বর্ধমানঃ
দুর্গাপুরে নিহত বিজেপি কর্মী সন্দীপ ঘোষের ময়নাতদন্ত হল আসানসোলে।নিহতের দেহ নিয়ে মিছিল করতে গেলে উত্তেজনা ছড়াল আসানসোল জেলা হাসপাতাল চত্বরেই। আসানসোল জেলা হাসপাতাল ঢোকার মুখে অবরোধ করে দেয় বিজেপি কর্মীরা।বিক্ষোভ আটকাতেই পুলিশ সন্দীপের দেহ আটকে রেখেছে হাসপাতালে অভিযোগ বিজেপি নেতাদের।
রাজ্য স্তরের একাধিক নেতাকে পশ্চিম বর্ধমানে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের একটি জনসভা হওয়ার কথা ছিল এ দিন দুর্গাপুরে কিন্তু তিনি তা বাতিল করে ঘটনাস্থলে এসে পৌছান। তিনি বলেন, ‘আমাদের বুথ সভাপতি খুন হয়েছেন।তাঁর দেহ নিয়ে আমরা তাঁর গ্রামে ফিরতে চাইছি অথচ পুলিশ হাসপাতাল দেহ আটকে রেখেছে।’সায়ন্তন বসু বলেন, পুলিশ বাড়াবাড়ি করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে। দুর্গাপুর সিটিসেন্টারেও এ দিন বিক্ষোভ মিছিল হবে বলেও মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ বীরভূমের চিনপাই গ্রামের মন্দির চুরির ঘটনায় সাফল্য লাভ পুলিশের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584