করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত মঈন আলি

0
127

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

ইংল্যান্ডের করোনাভাইরাসের নতুন স্ট্রেন ইতিমধ্যে বাড়ছে বিশ্বে। এবার এই নতুন ভাইরাসে আক্রান্ত হলেন ইংল্যান্ড অল রাউন্ডার মঈন আলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলছে ব্রিটিশরা। লঙ্কা পৌঁছনোর পর দশ দিন আগে মঈনের কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসে।

Moeen Ali | newsfront.co

মঈনের থেকে যাতে নতুন ভাইরাসের সংক্রমণ না ছড়ায়, তার নজর রেখেছে শ্রীলঙ্কা বোর্ড সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। মঈনের কোয়রান্টিনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। করোনার হালকা উপসর্গ এবং ক্লান্তি দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংল্যান্ডের আরেক অলরাউন্ডার ক্রিস ওকসও প্রথম টেস্টের দল থেকে ছিটকে গিয়েছেন।

আরও পড়ুনঃ এবার স্বার্থের সংঘাতের অভিযোগ উঠল রাজীব শুক্লার বিরুদ্ধে

তিনি আগেই এই সম্ভাবনার কথা জানিয়ে বলেছিলেন, ‘‘আমার পক্ষে প্রথম টেস্টে খেলা অনিশ্চিত। কারণ আমি ভাল ভাবেই মঈনের সংস্পর্শে এসেছিলাম। আমাকেও সাত দিনের কোয়রান্টিনে থাকতে হবে।’’ এখন দেখার নতুন করোনা স্ট্রেইন ক্রীড়া দুনিয়াতে কি প্রভাব ফেলে!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here