পাকিস্তানকে ৫২ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল ইংল্যান্ড

0
103

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজ জিতে নিল ইংল্যান্ড। লর্ডসে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৫২ জয় তুলে নিল বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড। একই সঙ্গে তারা ৩ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল।

England vs Pakistan
ছবি: সংগৃহীত

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৪৫.২ ওভারে ২৪৭ রানে অলআউট হয়ে যায়। ইংল্যান্ডের বই উল্লেখযোগ্য অবদান রাখেন ফ্লিপ সল্ট (৬০) ও ভেনিস(৫৬)। অন্যদিকে পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট তুলে নেন হাসান আলি।

৪৭ ওভারে ২৪৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পাকিস্তান আটকে যায় ১৯৫ রানে। পাকিস্তানের হয়ে উল্লেখযোগ্য রান বলতে শাকিলের(৫৬)।

আরও পড়ুনঃ কোপা আমেরিকা ২০২১ চ্যাম্পিয়ান আর্জেন্টিনা

ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৪০ রান করার পর বোলিংয়ে ৩ উইকেট তুলে নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন ইংল্যান্ডের লিউস গ্ৰেগরি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here