বাটলারের ব্যাটে অস্ট্রেলিয়া বধ, টি-টোয়েন্টি সিরিজ ইংল্যান্ডের

0
45

স্পোর্টস ডেস্ক, নিউজ ফ্রন্ট:

জস বাটলারের চওড়া ব্যাটের উপর ভর করে এক ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ইংল্যান্ড।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম ওভারেই আঘাত হানেন জোফরা আর্চার। শূন্য রানে ফিরিয়ে দেন ডেভিড ওয়ার্নারকে। অস্ট্রেলিয়া যখন ৩ উইকেট খুইয়ে মাত্র ৩০ রানে ধুঁকছিল তখন দলের হাল ধরেন অ্যারন ফিঞ্চ (৪০) ও মার্কাস স্টোয়নিস(৩৫) জুটি। ম্যাক্সওয়েল ও আগার করেন যথাক্রমে ২৬ ও ২৩ রান। শেষ পর্যন্ত নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে অস্ট্রেলিয়া ১৫৭ রান তোলে। ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার, মার্ক উড ও আদিল রশিদ   ভালো বোলিং করেন।

রান তাড়া করতে নেমে প্রথমেই বেয়ারস্টোর উইকেট হারায় ইংল্যান্ড। তারপর জুটি বাঁধেন জস বাটলার ও মালান। শেষ পর্যন্ত মাত্র চার উইকেট খুইয়ে ইংল্যান্ড তাদের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। মাত্র ৫৪ বলে ৭৭ রান করে অপরাজিত থেকে যান জস বাটলার।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ১৫৭/৭(২০ ওভার)
ফিঞ্চ ৪০, স্টোয়নিস ৩৫, ম্যাক্সওয়েল ২৬
জর্ডান ২/৪০, উড ১/২৫, রশিদ ১/২৫

ইংল্যান্ড: ১৫৮/৪(১৮.৫ ওভার)
বাটলার ৭৭*, মালান ৪২, মঈন ১৩*
আগার ২/২৭, স্টার্ক ১/২৫, জাম্পা ১/৪২

(ছবি: সংগৃহীত)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here