কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৮৯ রানে শেষ হয়। প্রথম ইনিংসে ২৭ রানে এগিয়ে থাকে। গতকালের ১১৯ রানে ৩ উইকেটের পর তৃতীয় দিনে লর্ডসে ব্যাট করতে নেমে অধিনায়ক জো রুট (১৭০) ও বেয়ারস্টো (৫৭) পার্টনারশিপে ১২১ রান যোগ করে।
ইংল্যান্ড অধিনায়ক জো রুট ১৮০ রানে নট আউট থাকে। এরমধ্যে ১৮ টি বাউন্ডারি রয়েছে। ইংলিশ অধিনায়ক নটিংহাম টেস্টে যেখান থেকে শেষ করেছেন লর্ডস টেস্টে সেখান থেকে শুরু করেন। পরপর দুটো ম্যাচে শতরান রান করেন। তৃতীয় দিনে তার একার কাঁধে ভর করেই ইংল্যান্ডকে ম্যাচে ফেরাতে সাহায্য করে এবং ২৫ রানের লিড নেয়।
Day 3 at Lord's is going to get underway soon. Joe Root has looked solid for England, and will start the day on 48. He has Jonny Bairstow for company#ENGvIND #ENGvsIND #INDvENG
Live Scorecard: https://t.co/plZ5Iuo0FE
Live Updates: https://t.co/JAUOREycou
— CricketNDTV (@CricketNDTV) August 14, 2021
ইংলিশ অধিনায়ক জো রুট বেয়ারস্ট ছাড়াও বাটলার(২৩) ও মঈন আলীর(২৭) সাথে পার্টনারশিপ করেন। জো রুট বাটলারকে সঙ্গে নিয়ে মূল্যবান ৫৪ রান ও মঈন আলীর সঙ্গে ৫৮ রান যোগ করেন। এই দুটো পার্টনারশিপ ইংল্যান্ডকে তৃতীয় টেস্টে বড় রানে পৌঁছে দেয়।
আরও পড়ুনঃ টোকিও অলিম্পিক্সে উত্থান ছোট দেশের
ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র সিরাজ ৪ টে ও ঈশান শর্মা ৩টি ও মোহাম্মদ সামি ২টি উইকেট লাভ করে। জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা কোন উইকেট পাননি। লর্ডস উইকেটে ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের অভাব অনুভব করছে ভারতীয় দল বলে অনেকেরই ধারণা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584