নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনা আক্রান্ত এলাকায় এবার লালারস পরীক্ষা করাতে ব্যবস্থা নিল ইংরেজবাজার পুরসভা। চারটি স্বাস্থ্যকেন্দ্র এই পরীক্ষা করানো হবে।
বিষয়টি নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হয় ইংরেজবাজার পুরসভার সভাকক্ষে। বৈঠকে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পুরসভার প্রশাসক নীহার রঞ্জন ঘোষ, প্রশাসক মন্ডলীর সদস্য দুলাল সরকার, আসিস কুন্ডু, সুমালা আগারওয়াল, স্বাস্থ্য আধিকারিক অমিতাভ মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ইংরেজবাজার পুরসভা এলাকায় চারটি স্বাস্থ্য কেন্দ্রে লালারস পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা।
আরও পড়ুনঃ সাংবাদিকদের সংবর্ধনা দিল ডিওয়াইএফআই
বুড়াবুড়ি তলা বালুচর কানি মোড় এবং রামকৃষ্ণ মিশন রোড এলাকায় স্বাস্থ্যকেন্দ্রে ওয়ার্ডবাসীদের লালারস পরীক্ষা করা হবে। এর পাশাপাশি মালদহ জেলা স্কুলেও পরীক্ষার ব্যবস্থা করা হবে।
পুরসভা সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইংরেজবাজার পুরসভার বিভিন্ন এলাকায় পাঁচ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। যে এলাকায় করোনা পজিটিভ হয়েছে সেই এলাকাগুলোতে লালারস পরীক্ষার ব্যবস্থা করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584