মোহনা বিশ্বাস, বর্ধমানঃ
২০মে, ২০২০। দক্ষিণবঙ্গের একটা অভিশপ্ত দিন। যাকে বলে বিশে বিষ। নিমেষের মধ্যে সবকিছু শেষ করে দিয়ে চলে গেছে কেবলমাত্র একটা ঘূর্ণিঝড়। আর সেই দানব ঘূর্ণিঝড়ের নাম আমপান।
মাত্র চার ঘন্টার জন্য এসেছিল পশ্চিমবঙ্গে। প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়েছিল সুন্দরবনে। এখনও আমপানের দগদগে ক্ষত বয়ে বেড়াচ্ছে সুন্দরবনবাসী। শুধু সুন্দরবনই নয় আমপানের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতার আনচ-কানাচও। মাটি থেকে উপড়ে গিয়েছে গাছ।
প্রবল ঝড়ের দাপটে কারোর বাড়ির চালা উড়ে গিয়েছে। কোথাও আবার খুঁটি ভেঙে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কলকাতার মধ্যে সবচেয়ে দুর্দশা কুমোরটুলি ও কলকাতার ঐতিহ্যবাহী কলেজ স্ট্রিটের বইপাড়ার। জলপ্লাবনের কারণে ভেসে গিয়েছে হাজার হাজার বই।
ভেসে গিয়েছে প্রতিমা। কার্যত আমপানের জেরে ক্ষতবিক্ষত দক্ষিণবঙ্গ। ঘূর্ণিঝড় আমপানের প্রকোপে সর্বহারা মানুষের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। তবে ওই অসহায় মানুষগুলোর কথা ভেবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রছাত্রীরা যা করলো তা সত্যিই অবিশ্বাস্য।
আমপানে বিধ্বস্ত অঞ্চলগুলির চেহারা দেখে জলে ভিজে যাচ্ছিল চোখ। এক মুহূর্তের জন্য কোনো কাজে মন দিতে পারছিল না বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র।
আরও পড়ুনঃ জন্মদিনে দুঃস্থদের মাঝে খাবার বিলিয়ে দিলেন পঞ্চায়েত সমিতির সদস্য
এরপর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে স্নাতকোত্তরে পাঠরত ওই ছাত্র তাঁর সহপাঠীদের সঙ্গে আলোচনা করে এক অভিনব উদ্যোগ নিল। আমপান-বিধ্বস্ত মানুষগুলোর পাশে দাঁড়াল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোটা ইংরেজি বিভাগ। তাঁদের এই কাজের একমাত্র হাতিয়ার হল সোশ্যাল মিডিয়া। ত্রাণের জন্য সাহায্য চেয়ে প্রথমে তাঁরা ফেসবুকে একটি পোস্ট করে।
সেই পোস্ট দেখে যে যার সাধ্যমতো অর্থ দান করে অনলাইনের মাধ্যমে। এরপর সেই অর্থ সংগ্রহ করে অসহায় মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে ইংরেজি বিভাগের ওই ছাত্রছাত্রীরা। এইভাবে সোশ্যাল মিডিয়ার সাহায্যে প্রায় ৫০ হাজার টাকা সংগ্রহ করে তাঁরা।
এই কাজে তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা সহ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকা পড়ুয়ারাও। শুধু তাই নয়, এই তরুণ-তরুণীদের উদ্যোগকে বাহবা জানিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বহু অচেনা মানুষও।
আরও পড়ুনঃ শিক্ষামন্ত্রীর নির্দেশ মেনে বাড়ি গিয়েই পড়ালেন গৌরাঙ্গ
যাঁরা আমপান দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে গিয়ে মানুষকে সাহায্য করছেন তাঁদের কাছে অনলাইনের মাধ্যমেই এই সংগৃহীত অর্থ পৌঁছে দেয় ইংরেজি বিভাগের পড়ুয়ারা। এইভাবেই আমপানে ক্ষতিগ্রস্ত সুন্দরবন, কুমোরটুলি ও বইপাড়াকে উদজ্জীবিত করতে এগিয়ে এল একদল নতুন যৌবনের দূত।
সোশ্যাল মিডিয়া থেকে যেমন অনেক ভুয়ো খবর চারিদিকে ছড়িয়ে পড়ে ঠিক তেমনি এরকম কিছু ভালো কাজের ক্ষেত্রেও সোশ্যাল মিডিয়া আমাদের সাহায্য করে।
এই অভিনব কর্মসূচীর জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগকে কুর্নিশ জানিয়ে এগিয়ে এসেছেন বহু শুভানুধ্যায়ীরা। নিউজ ফ্রন্ট বাংলার পক্ষ থেকেও অনেক শুভকামনা রইল বিশ্ববিদ্যালয়ের ওই উদ্যোগী পড়ুয়াদের জন্য। তাঁদের আগামী দিনগুলি আরও উজ্জ্বল হয়ে উঠুক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584