সুদীপ পাল,বর্ধমানঃ
পূর্ব বর্ধমান জেলায় তথা বর্ধমান শহরে শুরু হল যৌনকর্মীদের ভোটার তালিকায় নাম তোলার কাজ।রাজ্যের মধ্যে প্রথম জেলা হিসাবে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন এই কাজে অগ্রণী ভূমিকা পালন করল।প্রশাসন সূত্রে খবর, প্রথম দিনেই বর্ধমান শহরের মহাজনটুলী এলাকায় ৬৫ জন যৌনকর্মীর ফর্মফিলাপ করা হয়েছে। এরপর নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এই নাম তোলার কাজ সম্পূর্ণ হবে।জেলা নির্বাচন দপ্তরের সাথে জেলা স্বাস্থ্য দপ্তরও একাজে এগিয়ে এসেছে। এছাড়া একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রশাসনকে সাহায্য করছে বলে জানা যায়।হঠাৎ করে কেন যৌনকর্মীদের নাম ভোটার কার্ডে তোলার জন্য প্রশাসন এগিয়ে এল?এই বছরে নির্বাচন কমিশনের শ্লোগান রয়েছে কোনো ভোটার যেন বাদ না পড়েন।তাই আলাদা ভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।তাছাড়া সচিত্র পরিচয় পত্র না থাকায় যৌনকর্মীদের সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হয়।সেখানে মায়ের পরিচয়পত্র দেখানোর বিষয়টি গুরুত্ব পেলেও তা দেখাতে তারা সক্ষম হয় না।এখন ভোটার কার্ড হয়ে গেলে সে সমস্যার থেকে মুক্তি মিলবে।অনেক সময় বাংলাদেশ থেকেও মেয়েদের নিয়ে এসে এই যৌনকর্মীর পেশায় নামিয়ে দেওয়া হয়।ভোটার কার্ড হলে বাংলাদেশী অনুপ্রবেশকারী কে তা জানা যাবে।শুধু ভোটার নয় আগামী দিনে যৌনকর্মীদের আধার কার্ডেও নাম তোলার বিষয়টি দেখা হবে বলে প্রশাসন সূত্রে জানা যায়।
আরও পড়ুনঃ দুই দেশের সীমান্তে কালীপূজায় শরিক দুই সম্প্রদায়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584