বিনয় মিশ্রকে জেরা করলে সরকারটাই পড়ে যেতে পারে- মন্তব্য সায়ন্তনের

0
88

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের নাকুড়তলা মোড়ে ‘চায় পে চর্চা’তে যোগ দিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

Sayantan Basu | newsfront.co
নাকুড়তলা মোড়ে সায়ন্তন বসু। নিজস্ব চিত্র

মঙ্গলবার চায় পে চর্চায় মুখ্যমন্ত্রী ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে সায়ন্তন বলেন, “কয়লা পাচারের সব টাকা বিনয় মিশ্রর মাধ্যমে ভাইপোর কাছে পৌঁছে গিয়েছিল। ভাইপোকে যেখানেই লুকিয়ে রাখুক না কেন সিবিআই পাতাল থেকেও তাকে খুঁজে বের করবে। আর এই বিনয় মিশ্রকে জেরা করলে তৃণমূল সরকারটাই পড়ে যেতে পারে। সে ধরা পড়লে কালীঘাটে পিসির মন্দির পর্যন্ত পৌঁছে যাবে সিবিআই।”

আরও পড়ুনঃ মেদিনীপুর সফরে সস্ত্রীক রাজ্যপাল

তিনি এও বলেন, সামনের বিধানসভা ভোটে পাখির চোখ এই মুর্শিদাবাদ জেলা। ২০২১ এর ভোটে বিজেপি ক্ষমতায় যদি না আসতে পারে তা হলে মুর্শিদাবাদকে মমতা ব্যানার্জি ,আব্বাস সিদ্দিকী ও ওয়েসির দল পশ্চিম বাংলাদেশে পরিণত করবে।

আরও পড়ুনঃ শোভনের বাড়িতে তৃণমূল বিধায়ক

এইদিন ‘চায় পে চর্চা’ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদান করে বহু কর্মী-সমর্থকেরা। এরপর তিনি বিজেপির দলীয় চিহ্নে রঙ করে দেওয়াল লিখন শুরু করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here