নবদ্বীপ ধাম রেলস্টেশনে চলমান সিঁড়ির কাজ শুরু

0
110

শ্যামল রায়, নবদ্বীপঃ

চৈতন্যভূমি নবদ্বীপ ধাম রেল স্টেশনে চলমান সিঁড়ি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। বুধবার দেখা গেল চলমান সিঁড়ির জন্য গর্ত খুঁড়ে ঢালাইয়ের কাজ চলছে।

নবদ্বীপ ধাম রেল স্টেশনের স্টেশনমাস্টার এস এল সরকার জানিয়েছেন, এর ফলে বহু প্রবীণ মানুষের যাতায়াতের অনেক সুবিধা হবে।

escalator | newsfront.co
চলছে চলমান সিঁড়ি তৈরির কাজ। নিজস্ব চিত্র

আগে তাঁদেরকে ওভারব্রিজ দিয়ে অনেকটা পথ অতিক্রম করে রেল স্টেশনে যেতে হতো। চলমান সিঁড়ি চালু হয়ে গেলে সেই সমস্যার মধ্যে তাঁদের পড়তে হবে না। আশা করা হচ্ছে যেভাবে কাজ শুরু হয়েছে খুব শীঘ্রই বাস্তবায়িত হবে এই চলমান সিঁড়ির ব্যবহার।

ব্যান্ডেল কাটোয়া রেল শাখার চৈতন্যভূমি নবদ্বীপ ধাম রেল স্টেশনের গুরুত্ব অপরিসীম। প্রতিদিন দেশ-বিদেশ থেকে হাজার হাজার দর্শনার্থী নবদ্বীপ ধাম ঘুরতে আসেন। সেইসাথে মায়াপুরের ইসকন মন্দির দর্শন করতে নবদ্বীপ ধাম রেল স্টেশনে নামেন দর্শনার্থীরা। ফলত সবসময়েই রেল স্টেশনে জনসমাগম হয়ে থাকে।

আরও পড়ুনঃ সীমান্ত এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা বিএসএফের উদ্যোগে

প্রসঙ্গত উল্লেখ্য যে, বিগত দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন তিনি ঘোষণা করেছিলেন নবদ্বীপ ধাম রেলস্টেশন মডেল রেল স্টেশন হবে। একটি মডেল রেল স্টেশন হলে তার কি কি সুবিধা পাওয়া যায় সে ব্যাপারে তিনি বিস্তারিত আলোচনা করেছিলেন।

কিন্তু নবদ্বীপ ধাম রেল স্টেশন মডেল রেল স্টেশন হয়ে ওঠেনি আজও। তাই উপেক্ষিত নবদ্বীপ ধাম রেল স্টেশনে চলমান সিঁড়ি যাত্রীদের কাছে একটি বাড়তি পাওনা। যদিও স্টেশন নিয়ে যাত্রীদের অভিযোগের তালিকা কম বড় না।

দেশ-বিদেশ থেকে বহু পর্যটক নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে নামেন যাঁদের জন্য এখনও পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি কোনও প্রতীক্ষালয়। নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, শৌচালয় এবং বাথরুম।

এই রেলপথের সাথে যোগাযোগ আছে উত্তরবঙ্গের এক্সপ্রেস ট্রেনগুলির। ফলত অনেকেই ভোরবেলা ট্রেন থেকে নবদ্বীপ ধামে নামেন কিন্তু নামার পরে কিভাবে সময় কাটাবেন, কোথায় অপেক্ষা করবেন সেই নিয়ে নাজেহাল হতে হয় তঁদের।

পানীয় জল অপরিষ্কার এবং তা পানের অযোগ্য বলে অভিযোগ যাত্রীসাধারণের। প্রশ্ন উঠেছে রাতবিরেতে নিরাপত্তা নিয়েও। তবে নবদ্বীপ জিআরপি ইনচার্জ গৌতম ভট্টাচার্য জানান, এখন যাত্রীদের রাত্রিকালীনবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ হওয়ার কোনও কারণ নেই। কারণ রাতের দিকে কড়া নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রেলস্টেশনে আসা অনেক যাত্রীদেরই আগে জিনিসপত্র চুরি নিয়ে হেনস্থা হতে হতো। সেই ভয় এখন নেই বললেই চলে। আপাতত তাই নবদ্বীপ ধাম রেল স্টেশনে চলমান সিঁড়ি নিয়ে যাত্রীদের মধ্যে খুশির হাওয়া বইছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here