স্যানিটাইজার দিতে না পারায় স্কুলে স্থগিত খাদ্যসামগ্রী বিলি

0
32

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

সরকারি নির্দেশিকা অনুযায়ী চাল আলু ডাল প্যাকেটবন্দি করা আগেই হয়ে গিয়েছিল। স্যানিটাইজার সহ সমস্ত জিনিস বুধবার ছাত্রীদের অভিভাবকদের হাতে প্যাকেট তুলে দেওয়ার কথা ছিল। হঠাৎ স্যানিটাইজার সরবরাহ করতে না পারার কারণে কর্মসূচি স্থগিত করে দেয় প্রশাসন। ফলে বিপাকে পড়েছেন শিক্ষকরা। এই স্থগিতের সিদ্ধান্ত মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেয় শিক্ষা দফতর।

Sanitization | newsfront.co
নিজস্ব চিত্র

এদিকে, বিলি করার জন্য প্যাকেটজাত আলু পচে যাওয়ায় আতঙ্কে রয়েছেন শিক্ষকরা। তাঁদের বক্তব্য, ‘বৃষ্টি হলেও মাঝেমাঝে চড়া গরম পড়ছে। তাতে আলু পচে যেতে পারে। পচা আলু অভিভাবকের মধ্যে বিলি করলে বিক্ষোভ দেখা দিতে পারে। প্রশাসন থেকে এই কর্মসূচী স্থগিতের কারণ হিসাবে বলা হয়েছে, স্যানিটাইজ়ার বোতল পাওয়া যায়নি ১৫ জুলাইয়ের মধ্যে ফের বণ্টন প্রক্রিয়া শুরু করা হবে বলে ম্যাসেজে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ বহরমপুরে অবস্থান বিক্ষোভ তৃণমূলের

এই নির্দেশিকা জারি নিয়েই একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। উত্তর দিনাজপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৪৬৮টি এবং উচ্চ বিদ্যালয়ের সংখ্যা ৩৭২টি । স্কুল গুলিকে ইতিমধ্যেই স্যানিটাইজড করা হয়েছে। কিন্তু যেভাবে স্যানিটাইজারের জন্য খাদ্য সামগ্রী বিলির প্রক্রিয়া স্থগিত হয়ে গেল তা নিয়ে চিন্তায় শিক্ষকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here