নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

বদলা চাই।গোটা দেশের সাথে এক সুর কালচিনির শহীদ অজয় লামার পরিবারে।২০০৭ সালের ২৫ নভেম্বর কাশ্মীরের পুঞ্জ সেক্টরে পাক হামলাকারিদের গুলিতে ঝাঝরা হয়ে যায় ভারতীয় সেনার ২৭ বছরের জওয়ান অজয় লামা।আলিপুরদুয়ারের কালচিনি ভাটপাড়া চা বাগানের শহীদ অজয় লামা বাড়ি।অজয়ের বাবা কাজিমান লামা এদিন বললেন, “ গোটা দেশ যা চাইছে একেবারে তাই হওয়া উচিত।বদলা চাই। পাকিস্থানকে শিক্ষা দিতে হবে।এদিনের ঘটনাতেও আমাদের মত কত পরিবারে শোকে আকুল হয়ে উঠেছে।খুনের বদলা খুন।আর অন্য কিছু নয়।” অজয়ের স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে রয়েছে।সেই সময় কন্যা অশ্মিতার বয়স ছিল সাত বছর।ছেলে আমশের বয়স ৮ বছর। বৃহস্পতিবার বধ্যভূমি কাশ্মীরে আবার শহীদ হয়েছেন জওয়ান।কাশ্মীরের পুলওয়ামারে আর ডি এক্স ভর্তি গাড়ি বিস্ফোরনে মারা গেছেন অজয়ের মতোই জওয়ান।সেই ঘটনা টিভির পর্দায় দেখার পর ভাটপাড়ার এই লামা পরিবারেও আবার শোক ফিরে এসেছে কিন্তু তার সাথে জেদও এসেছে অনেক।পুলওয়ামের ঘটনার পর প্রতিদিন সকাল বিকেল শুধু শহীদ অজয় লামার ছবি বুকে জাপটে ধরে কাঁদছেন শহীদের মা শুকমায়া লামা।
আরও পড়ুনঃ বীরপাড়ায় শহীদ স্মরণে শহরবাসীর পদযাত্রা
জেদ শোকে কাতর মায়ের বুকেও।চোখের জল শাড়ির আচল দিয়ে মুছে বললেন, “ আমার চার ছেলের এক ছেলেকে পাক হামলাককরীরা মেরে ফেলেছে। তাতে কি হয়েছে আমার আরেক ছেলে সঞ্জয় লামা সেনা জওয়ান থেকে অবসর নিয়েছে। আমার নাতি সরগম লামা সেনা বাহিনীতে যোগ দিয়েছে।এই পরিবারে যত ছেলে জন্মাবে সব ভারতীয় সেনাবাহীনিতে যোগ দেবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584