শ্যামল রায়,নদীয়াঃ
করিমপুরের প্রাক্তন সিপিএমের বিধায়ক সমরেন্দ্র নাথ ঘোষ বিজেপিতে যোগ দিলেন।
জানা গিয়েছে, গত জুন মাসে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার অপরাধে এই প্রাক্তন বিধায়ককে বহিষ্কার করেছিল সিপিএম পরে সমরেন্দ্রনাথ ঘোষকে নিয়ে নানান বিতর্ক শুরু হয়ে যায়। সমস্ত বির্তকের অবসান ঘটিয়ে অবশেষে বিজেপিতে যোগ দিলেন করলেন সমরেন্দ্রনাথ ঘোষ।
নদীয়া জেলা উত্তর কমিটির দুই সদস্য আনন্দ ভট্টাচার্য ও মৃগেন বিশ্বাসকে সঙ্গে নিয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিপিএম এই বহিষ্কৃত নেতা প্রাক্তন বিধায়ক সোমনাথ ঘোষ বিজেপিতে যোগদান করেছেন।
জানা গিয়েছে দীর্ঘদিনের সিপিএমের পার্টির সদস্য ছিলেন ওই চন্দনা ঘোষ পার্টির সাথে মতের অমিল ঘটায় তিনি দল ত্যাগ করে বিজেপিতে আসলেন বলে খবর।
সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করার পরে সমরেন্দ্র নাথ ঘোষ জানিয়েছেন যে, অন্যায় ভাবে আমাকে পার্টি থেকে বহিষ্কার করে সিপিএম আমি গঠনতন্ত্র বিশ্বাস রাখি মানুষের সাথে যোগাযোগ রাখি তাই মোদি সরকারের প্রতি আস্থা ভরসা রেখে উন্নয়নের কাজে নিজেকে সামিল করতেই বিজেপিতে যোগদান। আশা করবো এলাকার মানুষ আমাকে দায়িত্ব দেবেন আমি যাতে ভালো কাজ এবং জনসংযোগ এর মধ্যে দিয়ে মানুষের পাশে থাকতে পারি।
আরও পড়ুনঃ কারন না জানিয়ে হঠাৎই অস্থায়ী কর্মী ছাঁটাই, বিক্ষোভ
নদীয়া জেলার উত্তর এলাকার সভাপতি মহাদেব সরকার জানিয়েছেন যে,নবাগতদের স্বাগত এবং দিনের পর দিন বিজেপির সাংগঠনিক শক্তি যেভাবে বাড়ছে আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দল ক্ষমতায় আসবে এটা নিশ্চিত হয়ে যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584