মনিরুল হক,কোচবিহারঃ
তৃণমূল ও বিজেপির সাথে সম দূরত্বের নীতি নিয়েই চলবে,বামপন্থীরা। কোচবিহারে এই বার্তাই দিলেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র। দলীয় কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার কোচবিহারে, আসেন সূর্য বাবু। সেখানে সুকান্ত মঞ্চে দলের সদস্যদের নিয়ে সভা করেন তিনি। এদিন দলীয় নেতৃত্বের সাথে পৃথক ভাবে বৈঠকও করেন তিনি।
কোচবিহার জেলা সিপিএমের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, বিজেপির বড় এজেন্ট মমতা ব্যানার্জী।তিনিই এই রাজ্যের, বুকে বিজেপিকে নিয়ে এসেছেন।তাই সেদিনের তৃণমূল নেতারাই আজকের দিনে এরাজ্যের বিজেপির পরিচালক।বিজেপির সাথে তৃণমূল কংগ্রেস মতাদর্শগত ভাবে লড়াই করবে এটা ভাবা দূরাশা।তাই মিথ্যার মোহজালের গুরুত্ব নেই আমাদের কাছে। বিজেপি বিরোধীতায় বামেদের প্রতি মমতার আহ্বানকে যে তেমন ভাবে গুরুত্ব দিচ্ছে না সিপিএম, তাও এদিন স্পষ্ট করেন সূর্য বাবু।
রাজ্যে ধর্ম নিরপেক্ষ শক্তিকে এক হবার আহ্বান জানিয়ে সূর্যবাবু বলেন,সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বামপন্থীরাই প্রধান বিকল্প।রাজ্যে বহিরাগত তত্ব খাড়া করে ঐতিহ্যকে বিনিষ্ট করছেন মুখ্যমন্ত্রী বলে তার অভিযোগ। একই সাথে তিনি বলেন তৃণমূলে আরও বড় ধ্বস নামবে। প্রসঙ্গত সিপিএমেরও কেউ যেতে চাইলে বিজেপিতে চলে যেতে পারেন বলে মন্তব্য করেন তিনি। সিপিএমে থেকে এদল সেদল করা যায় না। এরকম কোনও অভিযোগ থাকলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ কাটমানি ফেরতের দাবিতে নেতার বাড়িতে,অভিযোগ অস্বীকার
গোটা রাজ্যে অরাজক অবস্থার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করে সূর্যবাবুকে বলেন,৩৪ বছরের বাম শাসনে এরাজ্যে সাম্প্রদায়িক শক্তি মাথা তুলে দাঁড়াতে পারেনি।রাজ্যে বিজেপির ক্ষেত্র তৈরী করেছেন মুখ্যমন্ত্রী নিজেই বলে মন্তব্য করেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584