নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
গুরুতর অসুস্থ এক মাধ্যমিক পরীক্ষার্থীকে হাসপাতালে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ।বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ছাত্রী প্রিয়াঙ্কা বরাট প্রথম দু’দিন শারীরিক অসুস্থতা নিয়ে তার পরীক্ষাকেন্দ্র টাউন গার্লস স্কুলে পরীক্ষা দেয়।
শুক্রবার সকালে বাড়িতে ঐ ছাত্রী আরও অসুস্থ হয়ে পড়ে।নাক দিয়ে রক্ত পড়ার পাশাপাশি মাঝে মধ্যেই অজ্ঞান হয়ে যায় সে।পরিবারের তরফে তড়িঘড়ি তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।
আরও পড়ুনঃ ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল সন্ন্যাসী মহারাজের বিরুদ্ধে
এদিন অসুস্থ ঐ ছাত্রীর ইতিহাস পরীক্ষা থাকায় বিষয়টি জানিয়ে জেলার মধ্য শিক্ষা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে পরিবার ও হাসপাতাল কর্ত্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়।পর্ষদের তরফে হাসপাতালেই প্রিয়াঙ্কা বরাটের পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়।এই মুহূর্তে সেখানেই সে পরীক্ষা দিচ্ছে। নজরদারির দায়িত্বে একজন শিক্ষিকা ও দু’জন পুলিশ কর্মচারী হাসপাতালে উপস্থিত রয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584