সুদীপ পাল,বর্ধমান: লরির পণ্যের উপর নেওয়া হচ্ছে অতিরিক্ত কর – তারই প্রতিবাদে কাঁকসার বাসকোপা টোল প্লাজায় বিক্ষোভ দেখালো পানাগড় ইউনাইটেড ট্রাক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। ঐ সংগঠনের সম্পাদক হিরন্ময় ব্যানার্জি বলেন, একদিকে তেলের দাম বাড়ছে অন্যদিকে পণ্যের ওজনের উপর
আলাদা করে টোল দাবি করলে লরি চালাতে সমস্যায় পড়তে হচ্ছে। এই নিয়ে টোল প্লাজার কর্তৃপক্ষের সাথে বৈঠক চলে দীর্ঘক্ষণ। টোল প্লাজার আধিকারিক সুজিত মুখার্জি বলেন, ওনারা কিছু নির্দিষ্ট দাবির কথা জানিয়েছেন। বিষয়টি উপর মহলে জানিয়েছি। কি সিদ্ধান্ত হয় তার জন্য ২৩ তারিখ পর্যন্ত সময় চাওয়া হয়েছে। সংগঠনের অপর সদস্য সন্দীপ মহল বলেন, টোল নেওয়ার ক্ষেত্রে স্থানীয় গাড়ি গুলিকে একটু বিবেচনা করলে সমস্যা কিছুটা সুরাহা হবে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584