মনিরুল হক,কোচবিহারঃ
৩৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হল কোচবিহারে।শনিবার সন্ধ্যায় কোচবিহার জেলা শাসকের অফিস সংলগ্ন উৎসব অডিটরিয়ামে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হয়। এদিন ওই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
এই চলচ্চিত্র উৎসবে তিনদিন ব্যাপী বিভিন্ন দেশের সিনেমা দেখানো হবে।তার পাশাপাশি চলচ্চিত্র উৎসবের শেষ দিনে কোচবিহার জেলার চিত্র পরিচালকদের এক কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘিরে কোচবিহার জেলার চলচ্চিত্র প্রেমী মানুষ খুবই উৎসাহী।কোচবিহারে চিত্র পরিচালক কল্যাণময় দাস বলেন, “৩৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হল কোচবিহারে। এই উৎসবে ল্যাটিন আমেরিকা,ইরান সহ অনেক দেশের সিনেমা দেখান হবে।এর পাশাপাশি আগামী ১৬-১৭ ডিসেম্বর কোচবিহারের যে স্থানীয় চিত্র পরিচালকদের তৈরি অনেক সিনেমা এখানে প্রদর্শিত হবে।আপনাদের সকলকে মিলে আসুন নিশ্চয়ই ভাল লাগবে আশা রাখছি।”
আরও পড়ুনঃ হাসপাতালের চারদিকের আবর্জনা পরিষ্কারে হাত লাগালো ক্লাব
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584