সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
বিপন্ন সুন্দরবনে ভক্তের ভক্তি আর দানসামগ্রী নিয়ে চলে আসছে দাসানুদাসের রাস উৎসব।সুন্দরবনের অধিকাংশ মানুষ মেতে থাকেন দাসানুদাসের রাস উৎসব ঘিরে।
শুধু দাসানুদাস রাস নয়। কোথাও বা থিমের হিরিক।কোথাও আবার জ্যান্ত ঠাকুর রাসে আজও উৎসব মুখর রাসমেলাগুলি।ভীরে ঠাসা প্রবীন নবীনদের উৎসব মুখর করে তোলে রাসের দিন গুলিতে।
দক্ষিন সুন্দরবনের কাকদ্বীপ ও পাথর প্রতিমায় মাতয়ারা রাস ঘিরে। ডাঙায় বাঘ জলে কুমীর আর প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত পিছু ছাড়েনা সুন্দরবনবাসীর।জীবন যুদ্ধে বেঁচে থাকেন প্রত্যন্ত সুন্দরবনবাসী। একটা সময় ভরা জঙ্গল হিংস্র জন্তু তাড়িয়ে বসত গড়েছে দ্বীপবাসী। সংসারের সুখ স্বাচ্ছন্দ ভালো রাখার পাশাপাশি এলাকায় শান্তি গড়তে শুরু হয় রাস উৎসব।কাকদ্বীপের রামকৃষ্ণ গ্রামপঞ্চায়েতের আট নম্বর পূর্বগঙ্গাধর পুরে দশদিন ধরে চলে দাসানুদাসের রাস। পাঞ্চাশের দশকে পূর্বমেদনীপুর থেকে চলে আসেন বৈষ্ণব চরন দাস।
দান সামগ্রী ভিক্ষাবৃত্তি করে শুরু করেন রাস উৎসব।বৈষ্ণব দাস জানান তীথি মেনে পূজা হয় রাধাকৃষ্ণের।জৌলুসময় পূজা না হলেও চতুর্দশীতে বৈষ্ণবদের নিয়ে যজ্ঞাহুতি দিয়ে শুরু হয় দাসানুদাসের রাস।তিনদিন হরিনাম সংর্কীতন মধ্যে দিয়ে চলে রাধাকৃষ্ণের পূজার্চনা।
মৎসজীবি পরিবারের প্রত্যকে প্রথম দিন থেকে নিরামিষ ভোজনের মধ্যে দিয়ে শুরু হয় রাস উৎসব।দাসানুদাসের রাসে রাধাকৃষ্ণের সাথে পূজিত হন নরসিংহ,সুভদ্রা জগন্নাথ,বলরাম।পুজিত হন প্রহল্লাদ রুপি শ্রীকৃষ্ণ।পাশে রাখা হয়েছে তারখা রাক্ষুসি,ভক্তের ভক্তিতে শ্রী গোপিনাথের শেষ কার্যাদির।কাকদ্বীপর পূর্ব দিকে গঙ্গাধরপুরের রাস উৎসবে বিকিকিনিতে মেতে থাকেন এলাকার প্রবীন নবীনরা।
মেতে থাকেন বৈষ্ণব চরন দাসের কৃষ্ণ ভক্ত নিয়ে।কাকদ্বীপের অক্ষয় নগর শুভশক্তি ক্লাব । এবারে উনষাট বছরে পরেছে এই গ্রামের রাস উৎসব।রাস উৎসবে এবারের থীম মানুষ ঠাকুর।দর্শকদের মন জয় করতে এবারে জীবন্ত রাস তুলে ধরেছেন উদ্যোক্তারা।
তুলে ধরা হয়েছে কঙ্কাল কান্ড ,কালিয়া দমন,রাধাকৃষ্ণের প্রেম বন্ধন রুপ ,দুর্গা দুর্গতিনাশিনী এছাড়া তুলে ধরা হয়েছে নোট বন্দির মতো চিত্র।অক্ষয় নগর গ্রামের প্রবীন নবীনরা সেজেছেন জীবন্ত রাস উৎসবে।আলোক রোশানই সারাগ্রাম মুখর হয়ে উঠেছে রাস উৎসবে।উৎসব ঘিরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।রয়েছে বস্ত্র দান।এককথায় দশ দিন ব্যাপী রাস উৎসবে মাতোয়ারা অক্ষয়নগর শুভশক্তি সংঘ। কাকদ্বীপের মতো পারপ্রতিমাব্লক রাস উৎসব নিয়ে মেতেছেন এলাকাবাসী।চিঁড়ের রাধাকৃষ্ণ তুলে ধরা হয়েছে গোপালনগর শ্রী শ্রী সার্বজনীন রাস উৎসবে।
এবারে ২১ বছরে পরেছে এই এলাকার রাস। সাবুদানা,তুস,চিঁড়ে দিয়ে নির্মিত হয়েছে রাধা কৃষ্ণের নানান রুপ।হাজার হাজার গ্রামবাসী আসেন এই পূজা দেখতে।এছাড়া দশ দিন ব্যাপী রাস ঘিরে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। তারের পুতুল নাচ থেকে হরিনাম সংর্কীতন সব কিছুই দেখা যায় এই উৎসবে।পরিস্কার পরিচ্ছন্ন আবহাওরা বিকিকিনিতে ভালোই লাভ হবে বলে মনে করছেন বিক্রেতারা উৎসবের দিন গুলি।
আরও পড়ুনঃ জাদু দ্বীপের কথা ঘিরে উদ্দীপনা নাট্যমোদি বালুরঘাটে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584