নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বুধবার ছিল মকর সংক্রান্তি। বাঙ্গালিদের পিঠে পুলি খাওয়ার দিন। অনেকেই হা পিত্তেশ করছিলেন পিঠে খাওয়ার রেওয়াজ আর নেই এখন। কিন্তু পিঠে পুলি ভাজার সেই পুরনো রীতি ফিরিয়ে আনতে পিঠে পুলি উৎসবের আয়োজন হল আলিপুরদুয়ার শহরে।
নতুন জেলা আলিপুরদুয়ারে এই ধরনের উৎসব এই প্রথম বলে জানা গিয়েছে। “শব্দ” নামে একটি স্বেচ্ছাসেবি সংস্থ্যার উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে। আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম স্কুলের উল্টোদিকে নেতাজি পার্কে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য ভুমি ও ভুমি সংস্কার দফতরের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মৃদুল গোস্বামি।
উদ্বোধনি অনুষ্ঠানে আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অনুপ চক্রবর্তী, জেলা মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী দীপিকা রায় সহ বিভিন্ন বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে এই পিঠে পুলির উৎসবের একই মঞ্চে বাউল সঙ্গীত প্রতিযোগীতা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584