সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ
সন্তোষী মাকে সন্তোষের অধিষ্ঠাত্রী দেবী বলে অভিহিত করা হয়। সুন্দরবনে নবীন দেবী হিসাবে পরিচিতি মা সন্তোষী।
দক্ষিন সুন্দরবনের মহিলারা সন্তোষী মায়ের পূজা করে মাঘ মাসে । নামখানা অ্যাকাডেমি সন্তোষী মাকে নিয়ে মাতেন প্রবীন থেকে নবীনেরা।
নামখানা ব্লকের নামখানা অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা পরেমেশ্বর মন্ডল। তাঁরই হাত ধরে চার বছর আগে নামখানার অ্যাকাডেমির মাঠে প্রতিষ্ঠিত হয় সন্তোষী মায়ের মন্দির।
সুবিশাল মন্দিরে ভক্তদের ঢল চোখে পড়ার মতো। চারদিন ধরে চলে নানান অনুষ্ঠান।
দুদিনব্যাপী চলে মাতৃ আরাধনা, চলে মায়ের ভোগ বিতরন। ভক্তদের ভক্তি আর বিশ্বাসে পূজিত হন দেবী সন্তোষী। নামখানা অ্যাকাডেমির অন্যতম সদস্য পূর্নেন্দু মন্ডল, হাতানিয়া দোয়ানিয়া নদীতে ঘটে করে জল আনেন।
সঙ্গে যান এডুুকেশান হাবের সদস্যরা।দীর্ঘ এককিলোমিটার পায়ে হেঁটে নানান বাদ্য যন্ত্রের তালে পটকা বাজি ফাটিয়ে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে মন্দিরে ঘট বসানো হয়। তারপরই শুরু হয় মাতৃ পূজা। ঘটা করে মাতৃ আরাধনায় ভক্তদের ভক্তি আর বিশ্বাসে মায়ের পূজা ঘিরে চলে উল্লাস।
যা দেখতে উচ্ছ্বসিত হয়ে পড়েন এই জেলার বহু দুরদুরান্তের মানুষজন। শুধু এই জেলা নয় ভিড় জমান বাইরের জেলা, ভিন রাজ্যর মানুষজন। মানুষের সুখশান্তি বজাই রাখতে সন্তোষী মাকে প্রতিষ্ঠিত করেন পরমেশ্বর বাবু। নিজের হাতে গড়া মন্দির আজ সবার কাছে বিরাজমান।
নামখানার অ্যাকাডেমি সন্তোষী মায়ের মন্দিরে আসেন সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিম হাজরা। আসেন প্রাক্তন নামখানা ব্লকের সভাপতি শ্রীমন্ত কুমার মালী। এদিন বিধায়ক সন্তোষী মায়ের পূজা ঘিরে ফুল মেলা প্রর্দশনীতে পরিদর্শন করেন। সাধারন মানুষের সঙ্গে অন্নভোগ খান বিধায়ক বঙ্কিম বাবু। সঙ্গে ছিলেন প্রতিষ্ঠাতা পরমেশ্বর মন্ডল।
হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান ধীরেন কুমার জানা। সকল ভক্তদের ভালো থাকার পাশাপাশি পরমেশ্বর বাবুর দীর্ঘায়ু কামনা করেন বিধায়ক বঙ্কিম হাজরা। পূজা ঘিরে যেমন রয়েছে যাত্রানুষ্ঠান। পাশাপাশি রয়েছে নামখানা হাফ এডুকেশান ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে নানান অনুষ্ঠান। অ্যাকাডেমি পরিবারদের নিয়ে মাতেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584