বিজয়ায় দিদিদের লড়াই ঘিরে উদ্দীপনা ঝাড়গ্রামে

0
286

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃঝাড়গ্রাম জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম হলো ঝাড়গ্রাম শহরের স্টেশন পাড়ার সঙ্ঘমিত্রা ব্যায়াম সমিতির পুজো।এঁদের পুজোয় যেমন থাকে থিমের চমক তেমনই থাকে নানান অনুষ্ঠানের বাহার।এবার ৪১ বছরে পা দিলো এই পূজা। এবার তাদের প্যান্ডেলের থিম ছিল “মৌ বনে মৌমাছি”। প্রতিমাতেও ছিল বিশেষ আকর্ষন। পাড়ার কচি কাঁচাদের নিয়ে নাচ,গান আবৃত্তির অনুষ্ঠানের সাথেই প্রতিদিনই ছিল বাইরের শিল্পীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান।

নিজস্ব চিত্র

উৎসবের শেষ দিনে বিজয়া দশমী উপলক্ষ‍্যে পূজা কমিটি আয়োজন করেছিলেন মহিলাদের নিয়ে আকর্ষণীয় এক রিয়ালিটি শো ‘দিদি নং১’।সারা ঝাড়গ্রাম শহর এবং পার্শ্ববর্তী এলাকার প্রায় দেড় শতাধিক মহিলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠান পরিচালনা করতে মেদিনীপুর থেকে হাজির হয়েছিলেন মেদিনীপুর কুইজ কেন্দ্রের স্বনামধন্য কুইজমাস্টার অরিন্দম দাস।অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন প্রায় হাজার আড়াই উৎসাহী দর্শক।এত মানুষের উপস্থিতি এবং উৎসাহ দেখে পরিচালক দলের অন্যতম সদস্য বিশ্বজিৎ কর্মকার বলেন, মানুষের উৎসাহে আর আগ্রহে তাঁরাও খুব উৎসাহিত হয়েছেন। এমন অনুষ্ঠানে এলাকার মহিলাদের নিজেদের প্রতিভা প্রকাশের একটা বড়সড় মঞ্চ মেলে। উদ্যোক্তাদের পক্ষে বিপ্লব মিদ‍্যা, প্রদীপ দে,মিলন ঠাকুর সহ অন্যান্যরা জানান , এমন মনোজ্ঞ অনুষ্ঠান এলাকাবাসীদের উপহার দিতে পেরে তাঁরা খুবই খুশি। আগামী বছরগুলোতেও তাঁরা এমন অনুষ্ঠানের আয়োজন করবেন। প্রায় ঘন্টা তিনেক চলে প্রতিযোগিতা।ম‍্যারাথন এই প্রতিযোগিতা শেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ঝাড়গ্রামেরই শুভ্রা মন্ডল দিদি নং-১ নির্বাচিত হন।দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেন যথাক্রমে আগমনী সাউ ও মিতালী মন্ডল। অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করতে সাহায্যের হাত বাড়িয়ে দেন দীপঙ্কর মাহাত ও শুভ্রনীল মাহাত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here