নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
মদ্যপ বাইক আরোহী রুখতে অভিযান চালাল পুলিশ। বুধবার সরস্বতী পুজো উপলক্ষে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি, বারবিশা, কুমারগ্রাম সহ বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চালায় কুমারগ্রাম থানার পুলিশ। এদিন সকালে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির উদ্যোগে কামাখ্যাগুড়ি বিভিন্ন জায়গায় নাকা চেকিং করা হয় এবং বেপেরোয়া বাইক আরোহীদের জরিমনা করা হয়। মদ্যপ বাইক আরহীদের আটক করা হয়। পুলিশের উদ্যোগে এদিন হেলমেটও বিলি করা হয়। হেলমেট বিহীন বাইক আরোহীদের হেলমেট পরিয়ে সচেতন করে পুলিশ।
কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি নয়ন দাস বলেন, “সরস্বতী পুজোয় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এদিন পুলিশের পক্ষ থেকে নজরদারি চালানো হয় এবং বেশ কয়েকজনকে আটক করে জরিমনা করা হয়। এই ধরণের অভিযান লাগাতার চলবে ।”
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584