পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার ঝিটকিয়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝিটকিয়া বাজার সংলগ্ন জামিয়া রহমানিয়া মাদ্রাসা বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে।
এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে না এলেও সকাল হতেই ঘটনাস্থলে ভিড় জমে।খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে ডালখোলা ও চাকুলিয়া থানার পুলিশবাহিনী। ঘটনার তদন্তের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার কার্তিকচন্দ্র মন্ডল ।
মাদ্রাসার প্রধান শিক্ষক (নাজিম) জুনেদ আলম নুমানি জানিয়েছেন বিস্ফোরণের ঘটনার পর মাদ্রাসার পড়ুয়াদের মধ্যে আতঙ্ক রয়েছে।উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমার অবশ্য জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা গুজব।তবে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে।
আরও পড়ুনঃ প্লাস্টিক স্টোরে বিধ্বংসী আগুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584