পিয়ালী দাস, বীরভূমঃ
এবার কংগ্রেস নেতা কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অনুব্রতের, সমলোচনায় পেছনে ফেলল খোদ তৃনমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে। অনুব্রত বলেছেন -“অধীরকে আরও আগে সরানো উচিত ছিল ,কংগ্রেস বুদ্ধিমানের কাজ করেছে।” প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর চৌধুরির অপসারণ নিয়ে এই মন্তব্য করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরানো হয়েছে অধীর চৌধুরীকে। নতুন সভাপতি হয়েছেন সোমেন মিত্র। কংগ্রেসের এই সিদ্ধান্ত সামনে আসার পর থেকে বিরোধীদের বলতে শোনা যাচ্ছে যে অধীর চৌধুরির রাজনৈতিক কেরিয়ার শেষ। এবিষয়ে অনুব্রত মণ্ডলের বক্তব্য, “ওর রাজনৈতিক কেরিয়ারের আর কী আছে। ও তো আমাকে চ্যালেঞ্জ করেছিল বীরভূমে বড় বড় জনসভা করব এসেছে কি?” প্রদেশ কংগ্রেস সভাপতি বদলের সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন উঠছে, এবার কি তবে কাছাকাছি আসতে পারে কংগ্রেস-তৃণমূল? উত্তরে অনুব্রতর বক্তব্য, “ওটা হাইলেভেল ব্যাপার। ওটা মমতা ব্যানার্জি বলবেন, সনিয়া গান্ধি বলবেন।”
অন্যদিকে, অনুব্রত মণ্ডলের নির্দেশ উপেক্ষা করেই মহরমে অস্ত্র মিছিল হয়েছে সিউড়িতে। এবিষয়ে তাঁর বক্তব্য, “পাড়ার মধ্যে কে কী করছে ওটা আমার দেখার দরকার নেই। আমি মেইন বলেছিলাম টাউনের কথা। কোনও জায়গায় মিছিল বেরোয়নি।”
আরও পড়ুনঃ হাসপাতাল পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584