পিয়ালী দাস, বীরভূমঃ বাইরের রাজ্য থেকে প্রচুর পরিমানে অ্যামোনিয়াম নাইট্রেট এবং জিলেটিন স্টিক,এনে মজুত করা হচ্ছিল। এই সব বিস্ফোরক গুদামে ঢোকার আগেই পুলিশের নজরে পরে।

জিলেটিন স্টিক , অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে পাওয়া গিয়েছে বিপুল পরিমাণে ডিটোনেটরও। এটি বীরভূম জেলার ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বাহাদুরপুর গ্ৰামের ঘটনা।

সেখানে এক বাড়িতে মজুত করা হচ্ছিল কয়েক কুইন্টাল অ্যামোনিয়াম নাইট্রেট,এবং তল্লাশি শুরু হতেই পাওয়া যায় ৫০হাজার ডিটোনেটর ও ১১ হাজার জিলেটিন স্টিক। বাড়ির মালিক কে পুলিশ গ্ৰেফতার করেছে। সূত্রের মাধ্যমে জানা গিয়েছে দুটি গাড়ি করে ঝাড়খণ্ড থেকে আনা হচ্ছিল এই কাঁচামাল।

গাড়িটি পাওয়া গেলেও তার চালকের হদিস এখনো পাওয়া যায়নি। কি করনে এই বিপুল পরিমাণে বিস্ফোরক তৈরির কাঁচামাল মজুত হচ্ছিল তা নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। তবে তদন্তকারীদের একাংশের ধারনা, নলহাটি এবং সংলগ্ন এলাকায় রয়েছে প্রচুর পরিমাণে বৈধ ও অবৈধ পাথর খাদান।

সেখানে এই ধরনের বিস্ফোরক ব্যাবহার করা হয়। কিন্তু নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছেনা তদন্তকারীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584