নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
নতুন করে ফের ভাঙতে শুরু করেছে তোর্সা নদীর বাঁধ। শুক্রবারের পর শনিবারও ওই ভাঙন অব্যাহত। মাদারিহাটের কাছে ট্রলি লাইন এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বালির বস্তা ও বাঁশ দিয়ে ভাঙন রোধের চেষ্টা করা হলেও তাতে মোটেই সন্তুষ্ট নন বল্লালগুড়ি এলাকার বাসিন্দারা।
তাঁদের দাবি নদী ভাঙন রুখতে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করুক জেলা প্রশাসন।
জনপদ তো বটেই তোর্সার জলে ইতিমধ্যেই ভেসে গিয়েছে জলদাপাড়া বনবিভাগের তিতির জঙ্গলের বহু মূল্যবান গাছ।ফলে বিপন্ন হয়ে পড়তে শুরু করেছে ওই জঙ্গলের বন্য প্রাণীদের আবাস।শনিবার সমতলে তেমন বৃষ্টি না হলেও প্রতিবেশী দেশ ভুটানে কিন্তু এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। ফলে তোর্সা নদীর জলস্ফীতি কমার কোনো লক্ষণ নেই।
আরও পড়ুনঃ কালচিনিতে তোর্সার ভাঙনের কবলে দশ বাসগৃহ
মাটির বাঁধ ভেঙে তোর্সা যে ভাবে বল্লালগুড়ির দিকে ধেয়ে চলেছে,তাতে ওই জনপদ নিশ্চিহ্ন হওয়াটা এখন শুধুই সময়ের অপেক্ষায়। সঙ্গে তিতির জঙ্গলও তোর্সার গর্ভে তলিয়ে যাওয়ার মারাত্মক আশঙ্কা তৈরি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584