শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
নাগাল্যান্ডে ভারতীয় সেনা বাহিনীর প্যারা স্পেশাল ফোর্সের গুলিতে প্রাণ যায় নিরীহ গ্রামবাসীদের, এই ঘটনায় সারা দেশজুড়ে নিন্দার ঝড় বইছে। অনুপ্রবেশকারী ভেবে কি করে গ্রামবাসীদের উপর জওয়ানরা গুলি চালালো যাতে প্রাণ গেলো এতজন মানুষের। এই পরিস্থিতিতে সংসদের শীতকালীন অধিবেশনে এই ইস্যুতে বিবৃতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সেনা অভিযান চলাকালীন এধরণের দুঃখজনক ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।“
স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, ”সেনাবাহিনীর জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়েছিলেন নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে চরমপন্থীদের গতিবিধি সম্পর্কে। সেই তথ্যের ভিত্তিতে ২১ জন কমান্ডো ওই এলাকায় অভিযান চালান। সেখানে একটি ট্রাক আসতে দেখা যায়। সেটিকে থামানোর জন্য সংকেত দেয় জওয়ানরা কিন্তু ট্রাকটি পালানোর চেষ্টা করে। গাড়িটিতে চরমপন্থীরা লুকিয়ে আছে সন্দেহ করে জওয়ানরা গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালান। ট্রাকটিতে আট জনের মধ্যে ছয় জন জওয়ানদের গুলিতে নিহত হন। বাকি দুই জনকে সেনা জওয়ানরাই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।“
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এরপরের ঘটনার বিবরণ দিয়ে বলেন, এই খবর ছড়িয়ে পড়ায় গ্রামবাসীরা চড়াও হয় জওয়ানদের উপর এবং সেনার দুটি গাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে আত্মরক্ষার্থে ফের গুলি চালাতে বাধ্য হন জওয়ানরা। তাতে সাত জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ সুধা ভরদ্বাজের জামিনের বিরোধিতার দ্রুত শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে এনআইএ
স্থানীয় পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, আগের থেকে কিছুটা শান্ত হয়েছে পরিস্থিতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে ওই সিট তাদের তদন্ত প্রক্রিয়া শেষ করবে।
আরও পড়ুনঃ ক্রিপ্টোকারেন্সি বিল সম্পর্কে কি বললেন অর্থমন্ত্রী! কি থাকতে পারে বিলের খসড়ায়
বিবৃতিতে অমিত শাহ জানিয়েছেন, ”ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করছে সেনা। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের সেখানে পাঠানো হয়েছে। আজ সেখানে বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক হয়েছে। ভবিষ্যতে কোনও সেনা অভিযান চলাকালীন যেন এই ধরণের দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটে, তার দিকে খেয়াল রাখতে হবে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584