ফেসবুক গ্রুপের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ

0
31

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

করোনা আবহে সংকটময় পরিস্থিতিতে প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এলেন সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ “আমারকার ভাষা, আমারকার গর্ব” এর সদস্য-সদস্যারা।

facebook community members | newsfront.co
নিজস্ব চিত্র

শনিবার বিকেলে এই গ্রুপের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের মানগোবিন্দপুর বাসস্ট্যান্ডে সার্ভের মাধ্যমে স্থানীয় মানগোবিন্দপুর, মজুরা,বাবুরবনী,দেহগঞ্জ এলাকার ৩৫ টি প্রান্তিক পরিবারের হাতে মুড়ি,চিড়ে,মুসুর ডাল,বিস্কুট, সরিষার তেল, সয়াবিন, বিভিন্ন মশলা গুঁড়া,ডিম সাবানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ আমপান ক্ষতিগ্রস্তদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

এর আগে এই গ্রুপের উদ্যোগে ঝাড়গ্রাম ব্লকের পাটাশিমূলে জনজাতি অধ্যূষিত ভেলাইজুড়ি গ্রামের ৫০ টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়েছিল। পাশাপাশি গত ৫ ই জুন সুবর্ণ রৈখিক অববাহিকার বিভিন্ন স্থানে এই গ্রুপের আহ্বানে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

distrabute food | newsfront.co
চলছে ত্রাণ বিতরণ পর্ব। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ লকডাউনে দুঃস্থ শিল্পীদের সাহায্য

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রুপের অ্যাডমিন বিশ্বজিৎ পাল,দুই মডারেটর শিক্ষক সুদীপ কুমার খাঁড়া ও শিক্ষক সুমন মন্ডল,কবি খগেন জানা, শিক্ষক সুব্রত মহাপাত্র, সুমিত দাস, নরসিংহ দাস, শিব পাণিগ্রাহী, আনন্দ বিশুই,স্বর্ণালী কুন্ড,তপতী রাণা,নরেন মান্ডি,মণিকাঞ্চণ রায়, বিশ্বজিৎ মহাপাত্র,মুকেশ বারিক, অভিনন্দন রাণা প্রমুখ। গ্রুপের অন্যতম মডারেটর শিক্ষক সুদীপ কুমার খাঁড়া বলেন,”ভাষা সমাজের বাইরে নয়, ভাষা সমাজের গুরুত্বপূর্ণ অঙ্গ।

আমরা ভাষা ও সংস্কৃতি চর্চার গ্রুপে যেমন আমাদের ভাষা ও সংস্কৃতি চর্চা করবো, তেমনি পাশাপাশি আমরা সামাজসেবা ও পরিবেশ সচেতনতা মূলক কিছু কাজ করতে চাই, ঝাড়গ্রামের ভেলাইজুড়ি ও সাঁকরাইলের মানগোবিন্দপুরের কর্মসূচি তারই অঙ্গ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here