শহীদ স্মরণে চারাগাছ রোপণ

0
161

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

শনিবার বিকেলে সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ “আমারকার ভাষা, আমারকার গর্ব” এর উদ্যোগে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ নং ব্লকের কুঠিঘাটে সুবর্ণরেখা নদীর তীরে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সীমান্ত সংঘর্ষে নিহত শহীদ ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিতে ৬০ টি চারাগাছ রোপণ করা হয়।

martyrs | newsfront.co
নিজস্ব চিত্র

কর্মসূচির শুরুতে শহীদ বেদীতে মাল্যদান,পুস্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রুপের অ্যাডমিন বিশ্বজিৎ পাল মডারেটর সুদীপ কুমার খাঁড়া, অবসরপ্রাপ্ত দুই সেনা, জওয়ান মণিচাঁদ পাণি ও সত্যব্রত রাউৎ।

paying respect | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ন্যায্যমূল্যের ওষুধের দোকানে ৪ টাকায় মাস্ক বিক্রি করবে রাজ্য

এদিন ঝাউ,কদম,দেবদারুসহ নানা রকম ফুল গাছের চারা রোপণ করা হয়। গ্রুপের অন্যতম মডারেটর শিক্ষক সুদীপ কুমার খাঁড়া জানান,তারা তাদের ফেসবুক গ্রুপের উদ্যোগে যেমন সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা করছেন, তেমনি সমাজসেবা ও পরিবেশ সচেতনতা বিষয়ক কিছু কর্মসূচি সংগঠিত করছেন।

tree planting | newsfront.co
নিজস্ব চিত্র

শনিবার শহীদ স্মরণে চারাগাছ রোপণ সেই কর্মসূচির অঙ্গ। এর আগে তারা ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের পাটাশিমূলের ভেলাইজুড়ি ও সাঁকারাইল ব্লকের মানগোবিন্দপুর এলাকায় ত্রাণ বিলি করেছেন এবং পরিবেশ দিবসে গ্রুপের সদস্যরা বিভিন্ন এলাকায় চারাগাছ রোপণ করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here