সামাজিক দূরত্বের সময়ে মনের কাছাকাছি থাকতে ফেসবুক গ্রুপের নয়া উদ্যোগ

0
196

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

এই মুহূর্তে গোটা দেশজুড়ে লকডাউন,গৃহবন্দী সমস্ত পেশার মানুষ। মনোবিদদের মতে দৈনন্দিন কর্মব্যস্ততা মানুষকে মানসিকভাবে যথেষ্ট সুখে রাখে। আর এই কথা কতটা সত্যি তা এই এসময় গৃহবন্দি হয়ে আমরা বেশ টের পাচ্ছি। বহু মানুষ অবসাদে ভুগছেন, একাকীত্ব গ্রাস করছে,আবার করোনা আতঙ্কে মৃত্যুভয় কুঁড়ে কুঁড়ে মারছে অনেককে।

facebook | newsfront.co
প্রতীকী চিত্র

সমন্বয়ই বেঁচে থাকার মূলমন্ত্র তাই দূরত্ব হোক শারীরিক কিন্তু মানসিকভাবে বন্ধন হোক আরো সুদৃঢ়। লকডাউনের সময় যাতে কোন মানুষ অবসাদে না ভোগেন তার জন্য স্বপ্নসাঝি নামে একটি ফেসবুক গ্রুপ খানিকটা এফএম-র আদলে ‘গুড মর্নিং স্বপ্নসাঝি’ নামের একটি লাইভ অডিও অনুষ্ঠান শুরু করেছে।

facebook new poster | newsfront.co
গ্রুপের নতুন উদ্যোগের ঘোষণা পোস্টার। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ঘরে থাকুন, সুস্থ থাকুন: ছবি এঁকে সচেতনতার বার্তা হুগলির তনুশ্রীর

অনুষ্ঠানে শোনানো হচ্ছে গ্রুপের সদস্যদের স্বরচিত কবিতা এছাড়া বিভিন্ন অনুরোধের গান ও কবিতা। এই প্রাইভেট ফেসবুক গ্রুপের সদস্যদের মধ্যে এই উদ্যোগ যথেষ্ট সাড়া ফেলেছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত ফেসবুকে চলে এই অডিও অনুষ্ঠানটি।

একান্ত সাক্ষাৎকারে বর্তমানে অনুষ্ঠানটির সঞ্চালিকা শিক্ষিকা মনিকা বিশ্বাস সরকার জানিয়েছেন গ্রুপটিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, ব্যস্ত পরিষেবার সাথে যুক্ত পেশার মানুষ, শিক্ষক-শিক্ষিকা ,গৃহবধূ এবং অবসরপ্রাপ্ত পেনশনজীবি বহু মানুষ রয়েছেন। এই উদ্যোগে শামিল হয়ে সবাই যথেষ্ট অবসর যাপনের অবকাশ খুঁজে পাচ্ছেন। লকডাউন চলাকালীন সময়ে তাদের এই অডিও সম্প্রচার অনুষ্ঠানটি তারা চালাবে বলে জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here