নিজস্ব সংবাদদাতা,মালদাহঃ ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার রেফ্রিজারেটর, ওয়াসিং মেশিন ও এ সি মেশিন। অগ্নিকানণ্ডের ঘটনা ঘটে মালদা শহরের নিমাসরা এলাকায়। আগুন লাগে একটি বৈদ্যুতিন সরঞ্জামের গুদামে। পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার রেফ্রিজারেটর, ওয়াসিং মেশিন ও এ সি মেশিন সহ বহু জিনিসপত্র। জানা গিয়েছে রাত্রি বারোটা নাগাদ আগুন লাগে ওই গুদামে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। রাত থেকে সকাল পর্যন্ত ছয়টি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ তারাও পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। জানা গিয়েছে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের যুগ্ম-সম্পাদক উজ্জল ভদ্র গুদামটি ভাড়া দিয়েছিলেন দিবাকর বিহানী নামে এক ব্যাবসায়ীকে। সেখানে রাখাছিল, রেফ্রিজারেটর, ওয়াসিং মেশিন ও এ সি মেশিন সহ বহু জিনিস। তবে কি কারণে আগুন ধরল সেটা এখনো পরিষ্কারভাবে বলতে পারি নি কেও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584