মহেশতলায় নকল সিমেন্ট তৈরির কারখানা

0
309

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

ডায়মন্ডহারবার পুলিশ জেলার আবারও বড় সাফল্য। মহেশতলায় হদিশ পাওয়া গেল দুটি নকল সিমেন্ট এবং ওয়াল পুটি তৈরি করার কারখানার।

Maheshtala police station | newsfront.co
উদ্ধার। নিজস্ব চিত্র

নির্দিষ্ট অভিযােগের ভিত্তিতে মহেশতলা থানার পুলিশ পালান ইন্ডাস্ট্রিয়াল এলাকার দুইটি গোডাউনে হানা দিয়ে একটি প্রতিষ্ঠিত কম্পানির লােগাে ব্যবহার করে সিমেন্ট এবং ওয়াল পুট্টি প্রস্তুতকারী সংস্থার হদিশ পায়।

Corrrupted | newsfront.co
নিজস্ব চিত্র

যেমনটা জানা গেছে গ্রাহক পরিষেবা কেন্দ্রে ফোন করে বেশ কিছুদিন ধরেই গ্রাহকরা ওই কোম্পানির ওয়াল পুটি এবং সিমেন্টের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছিল। তাই ওই সংস্থা নিজেদের মতন করে অর্ন্ততদন্ত করে জানতে পারে তাদের নির্দিষ্ট কোন কারখানায় এই দ্রব্যাদি তৈরি হচ্ছিল না।

আরও পড়ুনঃ এনামুল-লালা যোগসূত্র সিবিআই তদন্তে

সেই মতােই তারা বিভিন্ন রিটেল শপগুলিতে গিয়ে জানতে পারে মহেশতলার একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকার বেশ কিছু গােডাউন ভাড়া করে তাদের লােগাে ব্যবহার করে সিমেন্ট এবং ওয়াল পুটটি তৈরি করছে।

এই ঘটনায় পুলিশ নয়জনকে আটক করলেও রাতে ছেড়ে দেওয়া হয়। ওই বেআইনি কারখানার মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here