করোনার কারণে বন্ধ করা হলো ফালাকাটার ঐতিহ্যবাহী বাসন্তী পূজো

0
37

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

করোনা ভাইরাসের জেরে চলতি বছর ফালাকাটার বাসন্তী পূজো বন্ধ করার সিদ্ধান্ত নিল ফালাকাটা শীতলা বাড়ি বাসন্তী পূজো কমিটি। উল্লেখ্য, ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত ধুমধাম করে চলে মায়ের আরাধনা। আর নবমীর সন্ধ্যাবেলায় ঢাক-ঢোল সহকারে বাসন্তী মায়ের আরতি দেখতে ভিড় জমান বিভিন্ন প্রান্তের বহু মানুষ।

Basanti pujo | newsfront.co
পূজো বন্ধের জন্য ফাঁকা মন্দির। নিজস্ব চিত্র

সেই সঙ্গে সেখানে একটি মেলা বসে, কিন্তু এ বছর সে সবই যেন অতীত। মায়ের পূজো বন্ধ ভেবে মন ভারাক্রান্ত হলেও, করোনার হাত থেকে রক্ষা পেতে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বাসিন্দারা।

আরও পড়ুনঃ আক্রান্তদের জন্য দ্বিতীয় আইসোলেশন ওয়ার্ডের জায়গা খুঁজছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ

Subhas Saha | newsfront.co
সুভাষ সাহা, কমিটির যুগ্ম সম্পাদক। নিজস্ব চিত্র

এদিন ফালাকাটা শীতলা বাড়ি বাসন্তী পুজো কমিটি যুগ্ম সম্পাদক সুভাষ সাহা জানান,”রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে যে কোনো ধরনের জন সমাগম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। সেই কারণেই এবার বাসন্তী পূজো ও মেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।

তবে এ বছর বাধ্য হয়ে পূজো বন্ধ রাখলেও, আসছে বছর সেই একই ভাবে মায়ের আরাধনা হবে তা সাফ জানান কমিটির সম্পাদক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here