নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
লক ডাউনের তালিকায় আলিপুরদুয়ার জেলা শহর ও ভুটান সীমান্তে জয়গাঁ শহরের নাম থাকলেও নাম ছিল না ফালাকাটার। কিন্তু স্থানীয় স্তরে ফালাকাটা ব্লককেও লক ডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার ফালাকাটা ব্লক প্রশাসন বিভিন্ন ব্যাবসায়ী ও বাজার সমিতির সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে। স্বতঃপ্রনোদিতভাবে ফালাকাটার এই সিদ্ধান্ত পথ দেখাতে পারে রাজ্যের অন্যান্য ব্লককেও।
আরও পড়ুনঃ লক ডাউনের পূর্বে মিষ্টি ফ্রি, ভিড় বাড়ল রায়গঞ্জে মিষ্টির দোকানে
এদিন ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার বলেন, ‘এটাকে ঠিক আমরা লক ডাউন বলছি না। এটাকে আমরা সম্পূর্ন নিরাপত্তাজনিত বিধিনিষেধ বলছি। কমপ্লিট সেফটি রেস্ট্রিকশন।’ বিষয়টি নিয়ে জেলাশাসক আমাদের ক্ষমতা দিয়েছিলেন। আমরা সব রাজনৈতিক দল, বিভিন্ন ব্যাবসায়ি সমিতি, হাট বাজার কমিটির সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছি। গোটা ফালাকাটা ব্লক রাজ্য সরকারের ঘোষিত লক ডাউনের সঙ্গে সামিল হচ্ছে।
সোমবার বিকেল ৫ টা থেকে ২৭ মার্চ রাত ১২ টা পর্যন্ত এই ব্লকে অত্যাবশ্যকিয় পরিবহন পরিষেবা ছাড়া সব বন্ধ থাকবে।” ফালাকাটা ব্লকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সকলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584