নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
দেশ জুড়ে করোনা আতংকের পরিবেশে দেশবাসী বেশ চিন্তিত। এর মধ্যেই গৃহবন্দি হয়ে আছেন সকলেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ দিনের লক ডাউন ঘোষণা করেছেন। তবে এই ২১ দিনের লক ডাউন হওয়ার জন্য সবথেকে বেশি অসুবিধার সম্মুখীন হয়েছেন দিন মজুরির সাথে যুক্ত মানুষেরা।
তাদের কাছে করোনা আতংকের থেকে বড়ো আতংক হল না খেতে পাওয়া।বিভিন্ন সেলিব্রেটি থেকে শুরু করে সমাজের গুণীজন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আজ তাদের পাশে এসে দাঁড়িয়েছে।
আরও পড়ুনঃ সংক্রমণ নিয়ে এলাকাবাসীদের চেতনা ফেরাতে নয়া উদ্যোগ পুরসভার
এবার তাদের পথ অনুসরণ করে বিপদের সময় দুঃস্থদের মুখে দুবেলা দুমুঠো খাওয়া তুলে দিতে এবার এগিয়ে এলো ফালাকাটা থানার পুলিশ। এদিন সাধারণ মানুষরা ফালাকাটা থানার মানবিকতা দেখে বেশ আপ্লুত।এর পাশাপাশি অ্যাডিকশোন সলিউশন কোচবিহার হোপ ট্রাস্ট ফাউণ্ডেশনের হাতে চাল,ডাল, শাক সবজি ও অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হল।
মূলত এই স্বেচ্ছাসেবী সংস্থা মানসিক রোগী ও অপ্রকৃতস্থদের মাদক জাতীয় নেশা ছাড়ানোর জন্য বিভিন্ন ভাবে কাজ করে তারা। এমনকি তাদের সমাজের মুলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়।
এদিন ফালাকাটা থানার পক্ষ থেকে মঙ্গলবার উপস্থিত ছিলেন, আইসি দেবদত্ত বন্দ্যোপাধ্যায় ও জটেশ্বর ফাঁড়ির ইনচার্জ অরূপ বৈদ্য সহ আরও অনেকেই। ফালাকাটা থানার পক্ষ থেকে এই পদক্ষেপকে যথেষ্ট কুর্নিশ জানিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584