নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ছাত্রনেতা আনিস খান হত্যার তদন্তে গঠিত হয়েছে সিট কিন্তু সিবিআই তদন্তের দাবিতে এখনো অনড় আনিসের পরিবার। বুধবার সিট-এর তরফে আনিসের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করার অনুমতি চাওয়া হয় আনিসের পরিবারের কাছে। নিয়ম অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও কবর থেকে দেহ তোলার আর্জি জানিয়েছে সিট।
সিট-এর আধিকারিকরা এদিন আনিসের বাড়িতে যান, দ্বিতীয়বার দেহ ময়নাতদন্ত করার অনুমতি চাইলে আনিসের বাবা সাফ জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে অনুমতি তিনি দিচ্ছেন না। একমাত্র সিবিআই তদন্তের ক্ষেত্রেই দ্বিতীয়বার ময়নাতদন্তের অনুমতি দেবেন তিনি। আনিসের মৃত্যুর পর থেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসছেন তাঁরা। আনিসের ফোনও সিটের গোয়েন্দাদের হাতে দেবেন না বলেই জানিয়েছেন তাঁরা। ইতিমধ্যে গতকাল রাত্রে আনিসের দাদাকে ফোনে হুমকি দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর। সিবিআই তদন্ত চাইলে পুরো পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ সেন্ট্রাল গভর্নমেন্টের তোতা পাখি! আনিস খুনে সিবিআই তদন্ত প্রসঙ্গে ফিরহাদ হাকিম
আনিস খানের মৃত্যুতে অভিযোগের তির পুলিশের দিকে। সেই কারণে শুরু থেকেই সিবিআই তদন্তের দাবি তোলে আনিসের পরিবার। এরপরে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত হয় সিট। সিট তদন্ত শুরু করা পরেই আমতা থানার তিন পুলিশ কর্মীকে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়। তবে আনিসের পরিবার জানিয়েছেন সিটের আধিকারিকদের কিছুই বলবেন না তাঁরা, যা বলার শুধুমাত্র সিবিআই তদন্তেই বলবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584