নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
কোয়ারেন্টাইনে পাঠানো হল মালদহের তৃতীয় আক্রান্তের পরিবারকে। মালদহে নতুন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কারা এসেছেন তা জানতে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। ওই ব্যক্তির প্রথমবার লালারস রিপোর্ট নেগেটিভ এসেছিল।
কোয়ারেন্টাইন সেন্টারে ১৪ দিন মধ্যে দ্বিতীয় বারের টেস্ট রিপোর্ট আসার আগেই তাঁকে প্রশাসন থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করেন ওই ব্যক্তি। এবার তার রিপোর্ট পজিটিভ আসায় যথেষ্ট উদ্বেগে রয়েছেন এলাকাবাসী।
আরও পড়ুনঃ করোনা আতঙ্ক, বন্ধ হলো দমদম নাগেরবাজারের বেসরকারি হাসপাতাল সংলগ্ন লেন
তৃতীয় আক্রান্তকে আপাতত মালদহ করোনা হাসপাতালে রাখা হয়েছে। জানা গিয়েছে, প্রথম আক্রান্ত ব্যক্তির সঙ্গেই মালদহে ফিরেছিলেন এই ব্যক্তি। মানিকচক কলেজে তাঁরা একইসঙ্গে কোয়ারেন্টাইনে ছিলেন। প্রথমে পরীক্ষায় একজনের করোনা ধরা পড়েছিল।প্রশাসনের তরফে নতুন আক্রান্তের পরিবারের লোকেদের কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584