মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তোর্সা নদীর চরে হল অভিনব চড়ুইভাতি ও ক্রীড়া প্রতিযোগিতা। ওই সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কোচবিহার ফাঁসিরঘাট এলাকায় নেতাজী জন্মজয়ন্তী সামনে রেখে এলাকার ৫০০ বাচ্চাকে পেট পুড়ে খাওয়ান হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়।

জানা গেছে, ওই চড়ুইভাতিতে কোন রকম প্লাস্টিক ও থার্মকল ব্যবহার না করে কলাপাতা ও মাটির গ্লাসে খাবার পরিবেশিত করা হয়েছে। এখানে কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায় বাচ্চাদের নিজের হাতে খাবার পরিবেশন করেন। এদিন খাবার তালিকায় ছিল ভাত, ডাল, পাপড় ভাঁজা, মাংস এবং শেষ পাতে মিষ্টি।

সংগঠনের পক্ষ্য ভাস্কর ঘোষ বলেন, আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবসে গোটা দিন কাটালাম। এখানে ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন ও নেতাজী জন্মজয়ন্তী পালন করা হয়। সব মিলিয়ে হাসিতে খুসিতে একটি দিন অতিবাহিত করল শিশুরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584