অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবিতে মুর্শিদাবাদ জেলা বামফ্রন্টের ডেপুটেশন জেলাশাসককে

0
242

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ পঞ্চায়েত ভোটের দিন ঘোষনার পর থেকে জেলা জুড়ে তৃণমুলের সন্ত্রাসের বিরুদ্ধে ও অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবিতে জেলাশাসক তথা জেলা পঞ্চায়েত নির্বাচনী আধিকারিকের কাছে বুধবার ডেপুটেশন দিল মুর্শিদাবাদ জেলা বামফ্রন্ট। সাংসদ বদরুদোজা খান, প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান সহ

সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের প্রতিনিধি দল

দশ জনের এক প্রতিনিধি দল দুপুরে জেলা প্রশাসনিক ভবনে জেলাশাসকের সঙ্গে দেখা করে তার হাতে লিখিত অভিযোগপত্র তুলে দেন তাঁরা।পরে সাংবাদিক সম্মেলনে সিপিআই(এম)এর জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য্য বলেন-“তৃণমুল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে  বিরোধী শূন্য পঞ্চায়েত ভোট করতে হবে। সেই জন্য কোথাও বিরোধীদের নমিনেশন জমা দিতে দেওয়া হবে না। সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন ব্লকে বিরোধী রাজনৈতীক দলের নেতা ও কর্মীরা দুষ্কৃতিদের দ্বারা আক্রান্ত ও আহত হচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাঁরা কার্য্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ১৪৪ ধারা জারি থাকা স্বত্তেও তৃণমুল বাদে অন্য  দলগুলির সেখানে প্রবেশাধিকার নেই।এমাবস্তায় জেলা পঞ্চায়েত নির্বাচন আধিকারিক হিসেবে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করবার জন্য এবং মনোনয়ন পত্র দাখিলের ক্ষেত্রে জেলাশাসক তাঁর দায়িত্ব পালন করুন। উনি কথা দিয়েছেন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সবাই যাতে মনোনয়ন পত্র জমা দিতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”। প্রসঙ্গত, মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে  গত দুদিনের মতো  বুধবার  বহরমপুর বিডিও অফিসে কংগ্রেস ও তৃণমুলের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে বহরমপুর থানার আই সি র‍্যাফ ও বিরাট পুলিশ বাহিনী নিয়ে এলে পরিস্থিতি শান্ত হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here