চোখের জল আর আস্ত গোলাপ গাছ দিয়ে বিদায় প্রিয় শিক্ষককে

0
1747

নিজস্ব সংবাদদাতা, বেলডাঙ্গাঃ

ছাত্র ছাত্রী,সহকর্মী সবার চোখে জল কারণ তাদের প্রাণপ্রিয় শিক্ষক অবসর নিচ্ছেন। কুমারপুর ১১নং প্রাথমিক বিদ্যালয়ের সুপ্রসিদ্ধ নিষ্ঠাবান নিরাম্ভর প্রধান শিক্ষক শ্রী গৌরাঙ্গ মন্ডল দীর্ঘ তেইশ বছর শিক্ষকতার জীবন থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করলেন আজ।মুখভার চতুর্থ শ্রেণীর ছাত্রী কিছু জিজ্ঞাসা করতেই আবেগপ্লুত হয়ে বলতে লাগল,”আমাদের স্যার কোনদিন আমাদের এক চড়ও মারেননি। আমরা উনার আদর্শ নিয়ে জীবনে মহান মানুষ হতে চাই।” সহশিক্ষক শ্রী সুবীর মুখার্জীর কথায়,”তিনি একজন সৎ,ধৈর্যশীল মহান ব্যক্তিত্ব ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন যাত্রাভিনয়,বোলানযাত্রা লেখার কাজও করেন। ছবি আঁকা ও ছড়াতেও উনার দক্ষ হাত ছিল। আমরা উনার সুস্থ জীবন কামনা করি।”

উপহার।নিজস্ব চিত্র

বিদায়ী শিক্ষককে সংবর্ধনা দিতে উপস্থিত ছিলেন সংলগ্ন কুমারপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ সুজাপুর কুমারপুর অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।সংগীত কবিতা মানপত্র শাল ঘড়ি কলম ফুলের তোরা মিষ্টান্ন দিয়ে তাকে সম্মানিত করা হয়।তবে যে উপহারটি অনেকের নজর কেড়েছে ও প্রচলিত উপহারে বাইরে ছিল সেটি হলো একটি ফুলসমেত আস্ত গোলাপ গাছ।দাতা পাশের ১৩ নংকুমারপুর কোনাইপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা।তাদের স্কুলের তরুণ শিক্ষক অর্ধেন্দু বিশ্বাস এ বিষয়ে বলেন,”এটি একটি ভালোবাসা শ্রদ্ধার প্রতীক।আর সবচেয়ে বড়ো কথা পৃথিবীটা ধুঁকছে এবং একমাত্র গাছই পারে আমাদের সুস্থ রাখতে।তাই স্যারের বিদায়ের অজুহাতে যদি পৃথিবীতে একটি গাছের জন্ম হয় আমাদের ভালোই লাগবে।”

আরও পড়ুনঃ ছাত্রদের নিম্ন মানের খাবার সরবরাহের অভিযোগে স্কুলে বিক্ষোভ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here